Kavi Subhas Metro Station: কবে ফের খুলবে কবি সুভাষ স্টেশন? দিন জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ

কবি সুভাষ মেট্রো স্টেশন কতদিন বন্ধ থাকবে তা জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেল বিবৃতি দিয়ে জানিয়েছে, আগামী ৯ মাসের মধ্যে কবি সুভাষ স্টেশন মেরামত করা হবে। সব দিক খতিয়ে দেখে সমস্যাগুলি ঠিক করতে এই কয়েক মাস লেগে যাবে। পাশাপাশি তারা প্রতিশ্রুতি দিয়েছে, নিত্যযাত্রীদের যাতায়াতে কোনও সমস্যা হবে না।

Advertisement
কবে ফের খুলবে কবি সুভাষ স্টেশন? দিন জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষকবি সুভাষ মেট্রো স্টেশন কতদিন বন্ধ থাকবে তা জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ


কবি সুভাষ মেট্রো স্টেশন কতদিন বন্ধ থাকবে তা জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেল বিবৃতি দিয়ে জানিয়েছে, আগামী ৯ মাসের মধ্যে কবি সুভাষ স্টেশন মেরামত করা হবে। সব দিক খতিয়ে দেখে সমস্যাগুলি ঠিক করতে এই কয়েক মাস লেগে যাবে। পাশাপাশি তারা প্রতিশ্রুতি দিয়েছে, নিত্যযাত্রীদের যাতায়াতে কোনও সমস্যা হবে না। 

মেট্রো কর্তৃপক্ষের দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে গত ২৮ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনে যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা চালু রয়েছে। সম্পূর্ণ মেট্রো স্টেশনটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ মাসের মধ্যে মেট্রো সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলেই দাবি মেট্রো কর্তৃপক্ষের। আর তারপরই ফের যাত্রী পরিষেবা শুরু হবে।

ব্লু লাইনের দক্ষিণ প্রান্তের সর্বশেষ স্টেশন হল কবি সুভাষ। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো যাতায়াত করে এই লাইনে। প্রতিদিন হাজার হাজার যাত্রীর যাতায়াত। কবি সুভাষ স্টেশনটি হল মূলত নিউ গড়িয়া অঞ্চলের জন্য। সেই স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় অসুবিধায় পড়ছেন নিত্যযাত্রীরা। কবি সুভাষ প্ল্যাটফর্ম আপাতত বন্ধ হয়ে যাওয়ায় এখন উত্তর-দক্ষিণ মেট্রো শাখার দক্ষিণের প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম। এই পরিস্থিতিতে যাত্রী পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, এত দিন যে ভাবে মেট্রো চলাচল করেছে, তেমনই চলবে। মেট্রোর সময়সূচি বদলের কোনও সম্ভাবনা আপাতত নেই। ফলে যাত্রী পরিষেবা বিঘ্নিত হওয়ার প্রশ্ন উঠছে না। গোটা ব্যবস্থায় শুধু একটাই বদল হচ্ছে— এ বার মেট্রো আর কবি সুভাষ পর্যন্ত যাবে না। দক্ষিণেশ্বর থেকে আগত মেট্রোর শেষ এবং প্রান্তিক স্টেশন হবে শহিদ ক্ষুদিরাম।

যাত্রীদের সুবিধার্থে মাত্র ১৫ বছর আগেই  তৈরি হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশন। এর ফলে নিউ গড়িয়াসহ দক্ষিণ কলকাতার মানুষদের পরিবহনে অনেক সুবিধা হয়। কিন্তু এরই মধ্যে স্টেশনের পিলারে ফাটল দেখা দিয়েছে। বসে গিয়েছে প্ল্যাটফর্মও। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে কবি সুভাষ স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো চলবে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত। জানা গিয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশনের এলাকাটি পূর্বে একটি জলাভূমি ছিল। ফলত স্বাভাবিকভাবেই নরম মাটিতে পিলার তৈরি হওয়ায় সেটির কাঠামোটি দুর্বল হয়ে যায়। দীর্ঘদিন ধরে এই দুর্বল কাঠামোর উপরে চাপ পড়ার কারণে পিলারে ফাটল ধরেছে। একদিনে এই ঘটনা ঘটা সম্ভব না। এবার আস্ত স্টেশনটি সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি হতে পারে। ই-টেন্ডার জারি করেছে কলকাতা মেট্রো। 

Advertisement

এই স্টেশনে ২১টি পিলারের মধ্যে ৪টি পিলারে ফাটল লক্ষ্য করা গিয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই স্টেশনটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবি সুভাষ মেট্রো স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন। পাশেই রয়েছে নিউ গড়িয়া রেল স্টেশন। ফলে মেট্রো ও রেলের সংযোগস্থল হওয়ায় এই স্টেশনে যাত্রীও অনেক বেশি হয়। কয়েক মাসের জন্য এই স্টেশন বন্ধ হওয়ার কথা জানার পর চিন্তায় পড়েছেন নিত্যযাত্রীরা। বিকল্প স্টেশন ব্যবহার করে যাত্রীরা গন্তব্যে পৌঁছবেন। সেক্ষেত্রে অন্য স্টেশনগুলোতে যাত্রীদের ভিড় বাড়বে। 

POST A COMMENT
Advertisement