কলকাতা মেট্রোর দক্ষিণ শাখায় আবারও অস্থায়ী পরিবর্তন। শহিদ ক্ষুদিরাম স্টেশনে ‘টার্ন আউট’ বসানোর কাজের জন্য রবিবার সকালে ওই পথে মেট্রো চলাচল বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়ায় পরিষেবা আংশিকভাবে আগেভাগে চালু হবে।
শনিবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার (৩১ অগস্ট) মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরামের মধ্যে মেট্রো পরিষেবা দুপুর ৩টা ৪০ মিনিটে শুরু হবে। আগে ঠিক করা হয়েছিল বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা।
উল্লেখ্য, কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়ার পর থেকেই উত্তর-দক্ষিণ (ব্লু লাইন) মেট্রোর পরিষেবা বিঘ্নিত। বর্তমানে ওই লাইনের ডাউন ট্রেনের প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম। কিন্তু এখানে পরিকাঠামোগত সীমাবদ্ধতার কারণে লাইন পরিবর্তনের সুবিধা নেই, ফলে প্রায়ই পরিষেবা ব্যাহত হয়। কবি সুভাষে আগে ট্রেনকে ডাউন প্ল্যাটফর্মে নামিয়ে আপ লাইনে ঘুরিয়ে দেওয়া যেত, কিন্তু শহিদ ক্ষুদিরামে সেই ব্যবস্থা না থাকায় মেট্রোর গতি ব্যাহত হচ্ছিল। সেই কারণেই টার্ন আউট বসানোর কাজ শুরু হয়েছে।
রবিবার দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো টালিগঞ্জ থেকে ছাড়বে সকাল ৭টায়। তবে শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে। অন্যদিকে, রবিবার পিএসসির ‘মিসলেনিয়াস মেনস’ পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের একাংশ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এই কারণে মেট্রো কর্তৃপক্ষ গ্রিন লাইনে (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ) পরিষেবা এক ঘণ্টা আগে, অর্থাৎ সকাল ৮টা থেকেই শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।