চাঁদনি চক মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ। উদ্ধারকাজ চলছে। টানেলের ভিতরে আটকে পড়েছে ট্রেন। মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। অফিসের ব্যস্ত সময়ে ফের মেট্রো ব্যাহত হওয়ায় চরম যাত্রী ভোগান্তি। আপ ও ডাউনে গিরীশ পার্ক এবং ময়দান পর্যন্ত মেট্রো চলছে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বুধবার সকাল ১০টা ৫৪ মিনিট নাগাদ চাঁদনী চক স্টেশনে আত্মহত্যার চেষ্টা করে। গিরীশ পার্ক থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক মহিলা চাঁদনি চকে মেট্রো লাইনে ঝাঁপ দেন। মহিলার সঙ্গে তাঁর সন্তানও ছিল। পার্ক স্ট্রিট চত্বর থেকে সন্তানকে স্কুল থেকে নিয়ে ফিরছিলেন তিনি। এরপর চাঁদনি চকে নেমে পড়েন। হঠাৎ মেয়ের সামনেই দক্ষিণেশ্বরগামী একটি ট্রেনের সামনে ঝাঁপ দেন ওই মহিলা। ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। কিন্তু লাইনে আটকে থাকেন ওই মহিলা।
জানা যায়, ওই মহিলা হঠাৎই মেয়ের সামনে দক্ষিণেশ্বরগামী ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন। ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। লাইনে আটকে থাকেন মহিলা। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে উদ্ধারকাজ চলছে। অনেকক্ষণ ট্রেন টানেলে আটকে থাকে। ধীরে ধীরে যাত্রীদের বের করা হয়েছে। চোখের সামনে মা-কে আচমকা ঝাঁপ দিতে দেখে ৭ বছর বয়সী কন্যাসন্তান কান্নাকাটি করতে থাকে।