মেট্রো যাত্রীদের জন্য সুখবর মেট্রো যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে শনিবারও পরিষেবা মিলবে জোকা-মাঝেরহাটের পার্পল লাইনে। একই সঙ্গে শনিবারে বাড়তি মেট্রো চলবে হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত।
মেট্রোর তরফে জানানো হয়েছে, ২২ নভেম্বর থেকে পার্পল ও গ্রিন লাইনের এই পরিষেবা চালু হবে। জোকা ও মাঝেরহাটের মধ্যে প্রতি শনিবার ২০টি করে আপ ও ডাউন লাইনে মেট্রো চলবে। ২১ মিনিট অন্তর চলবে মেট্রো। গ্রিন লাইনের ক্ষেত্রে আগে শনিবারে মেট্রো চলত ১৮৬টি। তবে পরশু থেকে চলবে ১০১ জোড়া। ফলে এক ধাক্কায় অনেকগুলো মেট্রো বাড়ানো হল।
কোন রুটে কখন প্রথম ও শেষ মেট্রো মিলবে সেটাও জানানো হয়েছে। শনিবার জোকা থেকে মাঝেরহাট লাইনে প্রথম মেট্রো মিলবে দুপুর ১টা ২৫ মিনিটে। মাঝেরহাট থেকে ১টা ৪৯ মিনিটে। আবার রাতে শেষ মেট্রো মিলবে জোকা থেকে ৮টা ১১ মিনিটে। মাঝেরহাট থেকে ৮টা ৩২ মিনিটে।
গ্রিন লাইনের ক্ষেত্রে শনিবার সল্টলেক থেকে প্রথম ট্রেন ছাড়বে ৬টা ৩২ মিনিটে। হাওড়া ময়দান থেকে সকাল সাড়ে ছটায়। রাত্রিবেলা সল্টলেক থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৭মিনিটে। হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী শেষ মেট্রো ছা়ড়বে রাত ৯টা ৪৫ মিনিটে।
এতদিন পর্যন্ত শনি ও রবিবার পার্পল করিডর বন্ধ থাকত। তবে ক্রমবর্ধমান যাত্রীদের কথা ভেবে শনিবারও ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করা হচ্ছে। গ্রিন লাইনেও ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় যাত্রীরা উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।