Kali Puja Metro Timing: কালীপুজোর রাতে বিশেষ পরিষেবা, সোমবার প্রথম ও শেষ মেট্রো ছাড়বে কখন?

কলকাতা মেট্রো কালীপুজোর রাতে বিশেষ পরিষেবা দিচ্ছে ব্লু লাইনে। কোন কোন রুটে কখন চলবে মেট্রো? শেষ মেট্রোই বা কখন? জেনে নিন মেট্রোর সম্পূর্ণ টাইমটেবিল।

Advertisement
কালীপুজোর রাতে বিশেষ পরিষেবা, সোমবার প্রথম ও শেষ মেট্রো ছাড়বে কখন? কলকাতা মেট্রো
হাইলাইটস
  • কালীপুজোর রাতে চলবে বিশেষ মেট্রো
  • দিনভর কমছে পরিষেবা
  • প্রথম ও শেষ মেট্রো কখন?

দুর্গাপুজোর মতো কালীপুজোতেও মধ্যরাতে চলবে মেট্রো। তবে প্রতিটি রুটেই সোমবার, ২০ অক্টোবর পরিষেবা কম মিলবে। ক'টা থেকে শুরু হবে মেট্রো? কখন শেষ মেট্রো? জেনে নিন বিস্তারিত টাইমটেবিল...

কালীপুজোতেও মেট্রোর বিভিন্ন রুট ধরে প্যান্ডেল হপিংয়ে বেরোবে শহরবাসী। একইসঙ্গে দক্ষিণেশ্বর, কালীঘাটের মতো মন্দিরে উপচে পড়বে দর্শানার্থীদের ভিড়। রাতে পুজোর পর মেট্রো পথে যাতে বাড়ি ফিরতে পারেন সকলে, সে কারণেই বিশেষ সার্ভিসের ঘোষণা করেছে কলকাতা মেট্রো। 

কোন রুটে কখন চলবে মেট্রো?

ব্লু লাইন
২৭২টির বদলে কালীপুজোর দিন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম লাইনে চলবে ১৪৪টি মেট্রো। প্রথম ও শেষ মেট্রো ছাড়বে-
সকাল ৬টা ৫০ মিনিটের বদলে ৭টা ৫৪ মিনিট: নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম 
সকাল ৬টা ৫৪ মিনিটের বদলে সকাল ৮টা: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর 
সকাল ৬টা ৫৫ মিনিটের বদলে সকাল ৮টা: মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর 
সকাল ৬টা ৫৫ মিনিটের বদলে সকাল ৮টা: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম

রাত ৯টা ২৮ মিনিটের বদলে ১০টা ৫১ মিনিট: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম 
রাত ৯টা ৩৩ মিনিটের বদলে রাত ১১টা: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর 

গ্রিন লাইন
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে চলবে ১২৪টি মেট্রো। সাধারণ দিনে ২২৬টি মেট্রো চলে। রইল প্রথম ও শেষ মেট্রোর সময়-
সকাল ৬টা ৩০ মিনিট: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (অপরিবর্তিত)
সকাল ৬টা ৩৯ মিনিটের পরিবর্তে ৬টা ৩২ মিনিট: সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান 

রাত ৯টা ৪৫ মিনিট: হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (অপরিবর্তিত)
রাত ৯টা ৪৭ মিনিট: সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (অপরিবর্তিত)

ইয়েলো লাইন
সাধারণ দিনে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত ১২০টি মেট্রো চললেও কালীপুজোর দিন এই লাইনে চলবে ৫২টি মেট্রো। জেনে নিন প্রথম ও শেষ মেট্রোর সময়- 
সকাল ৭টা ৫৫ মিনিটের বদলে সকাল ১০টা: নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমনবন্দর 
সকাল ৮টার বদলে সকাল ১০টা ২২ মিনিট: জয় হিন্দ বিমনবন্দর থেকে নোয়াপাড়া 

Advertisement

রাত ৮টার বদলে বিকেল ৫টা ৩৪ মিনিট: নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমনবন্দর
রাত ৮টা ৫ মিনিটের বদলে বিকেল ৫টা ৫৪ মিনিট: জয় হিন্দ বিমনবন্দর থেকে নোয়াপাড়া

পার্পল লাইন
জোকা থেকে মাঝেরহাটের এই রুটে চলবে ৪৪টি মেট্রো। সাধারণত যেখানে ৮০টি মেট্রো চলে। প্রথম ও শেষ মেট্রো কখন ছাড়বে, জেনে নিন-

সকাল ৬টা ৫০ মিনিটের বদলে সকাল ১০টা: জোকা থেকে মাঝেরহাট
সকাল ৭টা ১৪ মিনিটের বদলে সকাল ১০টা ২৪ মিনিট: মাঝেরহাট থেকে জোকা 

রাত ৮টা ৩৬ মিনিটের বদলে বিকেল ৫টা ২৮ মিনিট: জোকা থেকে মাঝেরহাট 
রাত ৮টা ৫৭ মিনিটের বদলে বিকেল ৫টা ৪৯ মিনিট: মাঝেরহাট থেকে জোকা 

অরেঞ্জ লাইন
বেলেঘাটা থেকে কবি সুভাষ রুটে ৪০টি মেট্রো চলবে। সাধারণত এখানে ৬০টি মেট্রো চলে। প্রথম এবং শেষ মেট্রো চলবে কখন, জেনে নিন-

সকাল ৮টার বদলে সকাল ৯টা ৫৫ মিনিট: বেলেঘাটা থেকে কবি সুভাষ 
সকাল ৮টার বদলে সকাল ১০টা: কবি সুভাষ থেকে বেলেঘাটা 

রাত ৮টা ৫ মিনিটের বদলে বিকেল ৫টা ৫৫ মিনিট: বেলেঘাটা থেকে কবি সুভাষ 
রাত ৮টা ৫ মিনিটের বদলে বিকেল ৫টা ৫৫ মিনিট: কবি সুভাষ থেকে বেলেঘাটা 

 

POST A COMMENT
Advertisement