দুর্গাপুজো এগিয়ে আসতেই শহরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে কেন্দ্র করে এবারও বিপুল ভিড়ের সম্ভাবনা রয়েছে কলকাতা মেট্রোয়। গত বছর পুজোর দিনগুলিতে প্রতিদিন গড়ে ৯ লক্ষ যাত্রী মেট্রোয় চড়েছিলেন। এ বছর মেট্রো নেটওয়ার্কের বিস্তারের কারণে যাত্রী সংখ্যা প্রতিদিন ১১ থেকে ১২ লক্ষে পৌঁছতে পারে বলে অনুমান করছে কর্তৃপক্ষ।
এই পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণে রাখতে এবং যাত্রীদের সুবিধার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পুজোর দিনগুলিতে চালু হবে ‘টুরিস্ট স্মার্ট কার্ড’। এই বিশেষ কার্ডের মাধ্যমে যাত্রীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে যতবার খুশি মেট্রোয় যাতায়াত করতে পারবেন।
টুরিস্ট স্মার্ট কার্ডের বৈশিষ্ট্য ও দাম
তিন দিনের জন্য কার্ডের দাম রাখা হয়েছে ২৫০।
পাঁচ দিনের জন্য কার্ডের দাম রাখা হয়েছে ৫৫০।
সমস্ত মেট্রো টিকিট কাউন্টার থেকেই এই কার্ড কেনা যাবে।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ‘আমার মেট্রো’ অ্যাপ ব্যবহার করে টিকিট কাটা যাবে, যেখানে দেওয়া হবে ৫% ডিসকাউন্ট। এতে ভিড় কিছুটা হলেও কমবে এবং পরিষেবা আরও আরামদায়ক ও মসৃণ হবে বলে আশা করা হচ্ছে।
মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের পরামর্শ দিয়েছে, উৎসবের দিনগুলিতে ‘টুরিস্ট স্মার্ট কার্ড’ অথবা সাধারণ স্মার্ট কার্ড ব্যবহার করলেই ভ্রমণ অভিজ্ঞতা অনেক বেশি স্বচ্ছন্দ হবে।