scorecardresearch
 

KMC Budget: কলকাতা পুরসভার বাজেটে ফের ঘাটতি; ফিরহাদের দাবি, নাগরিক পরিষেবায় অগ্রাধিকার

২০২২-২৩ অর্থবছরে ১৭৭ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছিলেন মেয়র। ২০২৩-’২৪ অর্থবছরে ঘাটতির পরিমাণ ১৪৪ কোটি। এবারও ঘাটতি ১১২ কোটি টাকা।

Advertisement
ফিরহাদ হাকিম ফিরহাদ হাকিম
হাইলাইটস
  • কলকাতা পুরসভার বাজেট পেশ।
  • ১১২ কোটি টাকার ঘাটতি।

ঠিকাদারদের বকেয়া কয়েক কোটি টাকা। আটকে রয়েছে অবসর নেওয়া কর্মীদের অবসরকালীন প্রাপ্য টাকা। এর মধ্যেই শনিবার কলকাতা পুরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভায় ১১২ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ হয়েছে। পুরসভার দাবি, ৬৭০ কোটি টাকার আয় ঢোকেনি পুরসভার।     

২০২২-২৩ অর্থবছরে ১৭৭ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছিলেন মেয়র। ২০২৩-’২৪ অর্থবছরে ঘাটতির পরিমাণ ১৪৪ কোটি। এবারও ঘাটতি ১১২ কোটি টাকা। কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কথায়,'দেখুন ঘাটতি বাজেট এখন হয়নি। আমরা কিছুটা কমাতে পেরেছি। আমার কাছে ম্যাজিক নেই যে একদিনে ঘাটতি মিটিয়ে দেব। আমরা নাগরিক পরিষেবা উপরে নজর দিচ্ছি। বাজেটে ঘাটতি থাকবে, থাক। কিন্তু, নাগরিক পরিষেবায় যেন কোনও ঘাটতি না থাকে, আমরা সেই দিকে লক্ষ্য রাখছি। আমার কাছে যতটা আছে, আমরা করেছি।'

ঠিকাদারদের বকেয়া তো রয়েইছে, পুরসভা অবসরপ্রাপ্ত কর্মীদেরও প্রাপ্য মেটাতে পারেনি। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের পরে কলকাতা পুরসভা থেকে যে সব কর্মীরা অবসর নিয়েছেন তাঁরা অবসরকালীন প্রাপ্য টাকা পাননি। ওই প্রাপ্য মেটাতে পুরসভার দরকার এককালীন ২০০ কোটি টাকারও বেশি। সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন ফিরহাদ। তিনি বলেন, 'যাঁরা আমাদের প্রাক্তন কর্মচারী, তাঁরা আমাদের লোক। আমরা চেষ্টা করছি যাতে সমস্যা মেটানো যায়।'

বাজেট পরিসংখ্যানে দেখা গিয়েছে, গত বছর প্রায় ৪৫০০ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। সেই আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। লক্ষ্যমাত্রার চেয়ে ৬৭০ কোটি টাকা কম আয় হয়েছে। পুরসভার বাজেট নিয়ে এ দিন সাংবাদিক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম জানান, বিজ্ঞাপন-সহ বেশ কিছু বিভাগ থেকে কম আয় হয়েছে। যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল তা পূরণ হয়নি।' 

Advertisement

Advertisement