KMCকোটি কোটি টাকার অজানা উৎসের সম্পত্তির অভিযোগে গ্রেফতার হলেন কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পার্থ চোঙদার। শুক্রবার সকালে অপরাধ দমন শাখা (CID) তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করে। তদন্তে উঠে এসেছে—পার্থের আয় এবং সম্পত্তির মধ্যে বিপুল অমিল রয়েছে।
কোটি টাকার সম্পত্তির খোঁজ
সূত্রের খবর, পার্থ চোঙদারের নামে এবং তাঁর পরিবারের সদস্যদের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গোল্ড বন্ড ও বিমা পলিসি পাওয়া গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, শ্বশুর-শাশুড়ির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেখানে কোটি টাকার লেনদেন করেছেন তিনি। এছাড়াও, তাঁর নামে বোলপুরে একটি বিলাসবহুল বাংলো এবং কলকাতায় একাধিক ফ্ল্যাটের খোঁজ মিলেছে।
বিদেশযাত্রা ও বিনিয়োগের তথ্য
অভিযুক্ত ইঞ্জিনিয়ারের বিদেশ সফরের রেকর্ডও পাওয়া গিয়েছে। স্ত্রীর নামে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার পাশাপাশি, তিনি নানান আর্থিক সংস্থার মাধ্যমে টাকা স্থানান্তর করেছেন বলে অভিযোগ। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছিল।
আগেই হয়েছিল সাসপেনশন
তদন্ত শুরু হওয়ার পরই কলকাতা পুরসভা পার্থকে সাসপেন্ড করেছিল। এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'আমরা তাঁকে আগেই সাসপেন্ড করেছিলাম। বিষয়টি পুরসভার ভিজিল্যান্স বিভাগে পাঠানো হয়েছিল। কিন্তু তাদের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা না থাকায় তা দুর্নীতি দমন শাখার হাতে তুলে দেওয়া হয়।'
মেয়র আরও বলেন, 'আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতি তিন বছর অন্তর বদলির নীতি চালু করেছি। পুরসভায় কয়েক হাজার ইঞ্জিনিয়ার কর্মরত। সংশ্লিষ্ট বিভাগ থেকে তথ্য না এলে ব্যক্তিগতভাবে জানা সম্ভব নয়।'
অভিযোগের পটভূমি
২০২৩ সালেই কলকাতা পুরসভা দুর্নীতি দমন শাখার কাছে পার্থ চোঙদারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছিল। সেই সূত্রেই দীর্ঘ তদন্তের পর শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের ধারণা, সরকারি পদে থেকে বেআইনি সম্পত্তি অর্জনের এক সুপরিকল্পিত জাল তৈরি করেছিলেন পার্থ চোঙদার। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং সম্পত্তির উৎস ও অর্থের লেনদেনের বিস্তারিত খোঁজ নিচ্ছে তদন্তকারী সংস্থা।