'কলকাতায় ৩০০ স্কয়্যারফুটেও তিনতলা বাড়ির ছাড়পত্র', ফিরহাদের বড় ঘোষণা

এবার কম জমিতেও তিনতলা বাড়ি করার সুযোগ দেবে কলকাতা পুরসভা। ১ কাঠার কম জমিতেও তিনতলা বাড়ি তৈরির অনুমতি দেওয়া হবে। শুক্রবার একথা জানান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

Advertisement
'কলকাতায় ৩০০ স্কয়্যারফুটেও তিনতলা বাড়ির ছাড়পত্র', ফিরহাদের বড় ঘোষণা'কলকাতায় ৩০০ স্কয়্যারফুটেও তিনতলা বাড়ির ছাড়পত্র', ফিরহাদের বড় ঘোষণা
হাইলাইটস
  • মাত্র ১৫ দিনের মধ্যেই বাড়ি তৈরির অনুমোদন
  • বাড়ির ভিত দেখতে পর্যবেক্ষণে যাবে পুরসভা

এবার কম জমিতেও তিনতলা বাড়ি করার সুযোগ দেবে কলকাতা পুরসভা। ১ কাঠার কম জমিতেও তিনতলা বাড়ি তৈরির অনুমতি দেওয়া হবে। শুক্রবার একথা জানান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তবে অবশ্যই মানতে হবে শর্ত। ফিরহাদ এটাও জানান যে ভিতের ওপর নির্ভর করবে কততলা বাড়ি হবে। এছাড়াও বস্তি ও কলোনিতে যারা ইতিমধ্যেই পাকা বাড়ি করে ফেলেছেন, তাঁদের জন্য ফি কমিয়েছে পুরসভা। শুক্রবার পুরসভার মেয়র পারিষদদের বৈঠকে এই অনুমোদন দেওয়ার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

ফিরহাদ যা জানালেন

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, ৭ ছটাক অর্থাৎ ৩০০ স্কয়্যার ফুট ও ১০ ছটাক অর্থাৎ ৪৫০ স্কয়্যার ফুট জায়গাতেও তিনতলা বাড়ির অনুমোদন দেবে কলকাতা পুরসভা। সেক্ষেত্রে সামনে ও দুই সাইডে ১ ফুট করে ও পিছনের দিকে ৩ ফুট জায়গা ছাড়তে হবে। ১১ ছটাক থেকে ১ কাঠা জায়গার ক্ষেত্রেও তিনতলা বাড়ি তৈরির অনুমোদন মিলবে। সেক্ষেত্রে সামনে দেড় ফুট, দুই সাইডে ২ ফুট করে ও পিছনে ৪ ফুট জায়গা ছাড়তে হবে।  ১ কাঠা থেকে ২ কাটা ও ৩ কাটা পর্যন্ত জায়গার ক্ষেত্রেও নির্দিষ্ট পরিমাণ জমি ছাড়তে হবে। তাহলেই মিলবে তিনতলা বাড়ি তৈরির অনুমোদন।

১৫ দিনেই অনুমোদন

বাড়ি তৈরির ক্ষেত্রে অনুমোদন পেতে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছে, মাত্র ১৫ দিনের মধ্যেই বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হবে আইন অনুযায়ী আবেদন করলেই। তবে, বাড়ির ভিত দেখতে পর্যবেক্ষণে যাবে পুরসভার আধিকারিকরা। তবেই, কত তলা বাড়ি করা যাবে তার অনুমোদন মিলবে।

এছাড়াও, ফিরহাদ জানিয়েছেন, বস্তি বা কলোনিতে যাঁরা ইতিমধ্যেই বাড়ি তৈরি করে ফেলেছেন, তাঁদের ক্ষেত্রে রেগুলাইজেনশন ফি ছিল ৩ লক্ষ টাকার বেশি। সেই চার্জ কমিয়ে মাত্র ৪২ হাজার টাকা করা হচ্ছে।

Advertisement

POST A COMMENT
Advertisement