scorecardresearch
 

কলকাতায় ফের উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা, গ্রেফতার ২

বুধবার সন্ধ্যায় বৌবাজার থানা এলাকা থেকে পুলিশ বান্ডিল বান্ডিল নগদ টাকা উদ্ধার করেছে। সঙ্গে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। ধৃতরা হল, বছর ৪০-এর রাজেশ মল্লিক এবং বছর ৩২-এর অমিতকুমার দে। পুলিশ জানাচ্ছে, রাজেশ পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা। আর অমিতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • ফের কলকাতায় টাকা উদ্ধার
  • গ্রেফতার ২
  • জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

শহর কলকাতায় ফের উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা। বুধবার বৌবাজার এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা-সহ গ্রেফতার করা হল দুই যুবককে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে ওই টাকার বিষয়ে কোনও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। এত টাকা কোথা থেকে এল, কিংবা কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বিষয়ে কোনও উপযুক্ত উত্তর দিতে পারেনি ধৃতরা। 

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বৌবাজার থানা এলাকা থেকে পুলিশ বান্ডিল বান্ডিল নগদ টাকা উদ্ধার করেছে। সঙ্গে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। ধৃতরা হল, বছর ৪০-এর রাজেশ মল্লিক এবং বছর ৩২-এর অমিতকুমার দে। পুলিশ জানাচ্ছে, রাজেশ পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা। আর অমিতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে।

তাঁদের কাছ থেকে নগদ ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৌবাজার এলাকায় যৌথ অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ এবং গুন্ডাদমন শাখা। গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের কাছ থেকে পাকড়াও করা হয় অভিযুক্তদের। তাঁদের কাছ থেকে যে পরিমান টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, তার উৎস সম্পর্কে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি ধৃতরা। ধৃতদের লাগাতার জিজ্ঞাসাবাদ করে টারা উৎস জানার চেষ্টা করছে পুলিশ। 

প্রসঙ্গত, এই নিয়ে নতুন প্রথম ৩ সপ্তাহে শহর থেকে প্রায় দেড় কোটি নগদ টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। গত ২ জানুয়ারি কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা এবং এসটিএফ এমজি রোড এবং রবীন্দ্র সরণি এলাকায় যৌথ অভিযান চালিয়ে মোট ৫৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল। তারপর ৯ জানুয়ারি স্ট্র্যান্ড রোডে ৪৩ লক্ষ টাকা নগদ-সহ গ্রেফতার করা হয় ৩ জনকে। এরপর ফের এদিন ঘটল টাকা উদ্ধারের ঘটনা। এক্ষেত্রে উল্লেখ্য় গত বছরেও এই রকমই বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের সাক্ষী থেকে শহর কলকাতা। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতারের সময়ও উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। 

Advertisement

আরও পড়ুন - ছবিতে বানরগুলির মাঝেই রয়েছে ভাল্লুক, ১০ সেকেন্ডে খুঁজে পাবেন?

Advertisement