TMC 21 July Rally: ২১ জুলাই রাস্তায় সমস্যায় পড়লে কী করবেন? ফোন নম্বর দিলেন কলকাতার পুলিশ কমিশনার

একুশে জুলাই কলকাতায় যানজট এড়াতে কী কী পদক্ষেপ করা হচ্ছে, তা নিয়ে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শনিবার সাংবাদিকদের কলকাতার নগরপাল জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ মেনেই সবটা করা হবে। পাশাপাশি, রাস্তায় বেরিয়ে কোনও সমস্যা হলে টোল ফ্রি নম্বরে ফোন করতে পারবেন সাধারণ মানুষ। টোল ফ্রি নম্বরও দিয়েছেন কলকাতার সিপি। 

Advertisement
২১ জুলাই রাস্তায় সমস্যায় পড়লে কী করবেন? ফোন নম্বর দিলেন কলকাতার পুলিশ কমিশনারএকুশে জুলাইয়ে যানজট এড়াতে পদক্ষেপ পুলিশের।
হাইলাইটস
  • কলকাতার নগরপাল জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ মেনেই সবটা করা হবে।
  • রাস্তায় বেরিয়ে কোনও সমস্যা হলে টোল ফ্রি নম্বরে ফোন করতে পারবেন সাধারণ মানুষ।
  • তৃণমূলের শহিদ সমাবেশে প্রতি বছরই কলকাতায় ভিড়ের ছবি চোখে পড়ে।

একুশে জুলাই কলকাতায় যানজট এড়াতে কী কী পদক্ষেপ করা হচ্ছে, তা নিয়ে জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শনিবার সাংবাদিকদের কলকাতার নগরপাল জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ মেনেই সবটা করা হবে। পাশাপাশি, রাস্তায় বেরিয়ে কোনও সমস্যা হলে টোল ফ্রি নম্বরে ফোন করতে পারবেন সাধারণ মানুষ। টোল ফ্রি নম্বরও দিয়েছেন কলকাতার সিপি।

সোমবার একুশে জুলাই। তৃণমূলের শহিদ সমাবেশে প্রতি বছরই কলকাতায় ভিড়ের ছবি চোখে পড়ে। পাশাপাশি, তৃণমূলের এই কর্মসূচির জেরে দীর্ঘ সময় ধরে শহরের একাংশে তীব্র যানজট তৈরি হয়। যানজট এড়াতে এবার কলকাতা পুলিশকে নানা শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট। যানজট যাতে না হয়, সে বিষয়ে প্রশাসনকে নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে আদালত। যা কলকাতা পুলিশের কাছে এবার বড় চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে।

কী বলেছেন পুলিশ কমিশনার

একুশে জুলাইয়ে যানজট এড়াতে কী পদক্ষেপ করা হচ্ছে, এই প্রশ্নের জবাবে সিপি বলেছেন, 'কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছ। সেই নির্দেশ মতোই পদক্ষেপ করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। অফিস পৌঁছোতে বা অন্য কোথাও যেতে সমস্যা হলে টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে।'

টোল ফ্রি নম্বরগুলি কী কী

পুলিশ কমিশনার জানিয়েছেন, ১০৭৩ নম্বরে ফোন করা যাবে। এছাড়া ৯৮৩০৮১১১১১, ৯৮৩০০১০০০০ হেল্পলাইন নম্বরেও ফোন করা যাবে। তাঁর কথায়, 'পাবলিকের কোনও অসুবিধা হলে যোগাযোগ করতে পারবেন।'

সিপি আরও বলেছেন, 'প্রস্তুতি শেষের দিকে, আশা করছি সব ঠিক থাকবে।হাইকোর্টের নির্দেশ যাতে মানা হয়, সেটা নিশ্চিত করব।'

POST A COMMENT
Advertisement