কালীপুজোয় ফানুস ওড়ানোর প্ল্যান করে রেখেছেন? সাবধান! এবার ফানুস ওড়ালেই হতে পারে জেল। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সাফ জানিয়ে দিয়েছেন, নিষিদ্ধ ফানুস ওড়ানো সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে কালীপুজো এবং দীপাবলির উৎসবে। ২০১৯-এর গাইড লাইন (ফানুস নিষিদ্ধ করার বিজ্ঞপ্তি) মেনে নজরদারি চালাতে নির্দেশ দিয়েছেন তিনি।
নগরপাল জানিয়েছেন, অনুমোদিত গ্রিন বাজিই কেবলমাত্র ফাটাতে পারবেন শহরবাসী। সেই মর্মে কলকাতার বিভিন্ন পয়েন্টে চেকিং চলছে। বিমান ওঠানামায় বিপত্তি তৈরি হতে পারে ফানুসের কারণে, এই নিয়ে একাধিক অভিযোগও উঠেছে। নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হলেই কড়া পদক্ষেপ করবে পুলিশ।
ফানুসের পাশাপাশি লেজার আলো নিয়েও সতর্ক করা হয়েছে লালবাজারের পক্ষ থেকে। লেজার আলোয় আকাশপথে আশঙ্কা থাকে, এই নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ একাধিকবার সতর্ক করেছে প্রশাসনকে। পুলিশ জানিয়েছে, কালীপুজো এবং দীপাবলি উপলক্ষ্যে কোনওনমতেই আর লেজার আলো জ্বালানো যাবে না। এই নিয়ম ভাঙলেই কড়া পদক্ষেপ করবে পুলিশ। ইতিমধ্যেই নজরদারির কাজও শুরু হয়ে গিয়েছে।
আবার শব্দবাজি বা বাহারি আলো এবং ডিজেকে কেন্দ্র করেও কড়াকড়ি চলছে শহরজুড়ে। বিধাননগর এবং ব্যারাকপুর কমিশনারেটও এই নিয়ে আগাম সতর্ক। থানাভিত্তিক ভাবে বাসিন্দাদের সচেতন করার কাজ চলছে।
উল্লেখ্য, কলকাতায় মোট সাড়ে ৩ হাজারের বেশি বারোয়ারি কালীপুজো হয়। ২১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত কালীপুজোর বিসর্জনের দিন ধার্য করা হয়েছে। সুষ্ঠুভাবে যাতে বিসর্জন সম্পন্ন হয়, সেই মর্মে ইতিমধ্যেই কালীপুজো কমিটিগুলির কর্তাদের সঙ্গে ধন্যধান্য স্টেডিয়ামে বৈঠক সেরেছেন মনোজ ভার্মা।