Kolkata Police FIR Against PDSF Supporters: দেশবিরোধী পোস্টারের অভিযোগে PDSF সমর্থকদের বিরুদ্ধে FIR কলকাতা পুলিশের

Kolkata Police FIR Against PDSF Supporters: এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজাদ কাশ্মীরের সমর্থনে দেওয়াল লিখনে চাঞ্চল্য ছড়ায়। প্রযুক্তি ভবনে দেওয়াল লিখন নিয়ে নতুন বিতর্ক দেখা দেয়। দেওয়াল লিখনে আজাদ কাশ্মীরের পক্ষে শ্লোগান তোলা হয়। কারা লিখল শ্লোগান, তা নিয়ে তদন্ত শুরু করে যাদবপুর থানা।

Advertisement
দেশবিরোধী পোস্টারের অভিযোগে PDSF সমর্থকদের বিরুদ্ধে FIR কলকাতা পুলিশেরদেশবিরোধী পোস্টারের অভিযোগে PDSF সমর্থকদের বিরুদ্ধে FIR কলকাতা পুলিশের

Kolkata Police FIR Against PDSF Supporters: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেশবিরোধী গ্রাফিতি এবং পোস্টার লাগানোর অভিযোগে পিডিএসএফ সমর্থক ছাত্রদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে, প্রযুক্তি ভবনের বিপরীতে, "আজাদ কাশ্মীর", "আজাদ মণিপুর", "দেওচা পাচামি" এবং অন্যান্য বিভেদমূলক বার্তা পাওয়ার পর যাদবপুর থানার পুলিশ মামলা শুরু করে।

পুলিশের একটি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, বাম ছাত্র সংগঠন পিডিএসএফের অজ্ঞাত সমর্থকদের বিরুদ্ধে বিএনএসের ৬১ -র ২ এবং ১৫২ ধারায় একটি স্বতঃপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজাদ কাশ্মীরের সমর্থনে দেওয়াল লিখনে চাঞ্চল্য ছড়ায়। প্রযুক্তি ভবনে দেওয়াল লিখন নিয়ে নতুন বিতর্ক দেখা দেয়। দেওয়াল লিখনে আজাদ কাশ্মীরের পক্ষে শ্লোগান তোলা হয়। কারা লিখল শ্লোগান, তা নিয়ে তদন্ত শুরু করে যাদবপুর থানা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক চর্চা নিয়ে, প্রশ্ন এবং বিতর্ক দীর্ঘদিনের। নতুন করে দানা বাঁধল একটা দেওয়াল লিখনকে ঘিরে। প্রযুক্তি ভবনের দেওয়াল লিখন নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। লেখা আজাদ কাশ্মীর ! আজাদ কাশ্মীরের নীচে লেখা, Free Palestine , লাদাখ, মণিপুর,দেউচা-পাঁচামি-সহ একাধিক স্থানের নাম।

 

POST A COMMENT
Advertisement