Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় ফের পুলিশি নোটিস, সজল বললেন, 'অপারেশন সিঁদুর বলেই রাগ'

কলকাতার দুর্গাপুজোর অন্যতম বড় ক্লাব সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবু তলা পার্কের এবারের পুজো ঘিরে বিতর্ক থামছেই না। ফের সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে নোটিস দিল কলকাতা পুলিশ। যার প্রতিবাদে সরব হয়েছেন পুজোর উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ।

Advertisement
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় ফের পুলিশি নোটিস, সজল বললেন, 'অপারেশন সিঁদুর বলেই রাগ'সজল ঘোষ।
হাইলাইটস
  • লেবু তলা পার্কের এবারের পুজো ঘিরে বিতর্ক থামছেই না।
  • ফের সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে নোটিস দিল কলকাতা পুলিশ।
  • প্রতিবাদে সরব হয়েছেন পুজোর উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ।

কলকাতার দুর্গাপুজোর অন্যতম বড় ক্লাব সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবু তলা পার্কের এবারের পুজো ঘিরে বিতর্ক থামছেই না। ফের সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে নোটিস দিল কলকাতা পুলিশ। যার প্রতিবাদে সরব হয়েছেন পুজোর উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ। 'পুলিশ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে' বলে সরব হয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগেও একাধিক বার এই পুজো কমিটিকে নোটিস দিয়েছে পুলিশ। শুধু একটা পুজো কমিটিকে কেন চিঠি দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সজল। তাঁর কথায়, 'আসল রাগ হচ্ছে, অপারেশন সিঁদুর থিম বলেই।'

মধ্য কলকাতার অন্যতম বড় দুর্গাপুজো সন্তোষ মিত্র স্কোয়ার। প্রতিবছরই নানা চমক থাকে এই পুজো ঘিরে। প্রতিবছরই এই পুজো ভিড়ের নিরিখে শহরের বাকি পুজোগুলিকে টেক্কা দেয়।  এবার এই পুজোর থিম 'অপারেশন সিঁদুর'। পুজোর থিম ঘোষণার পর থেকেই পুলিশের একাধিক চিঠি পেয়েছে পুজো কমিটি। বিজেপি নেতা সজলের দাবি, পুজোয় লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে আপত্তির কথা জানিয়ে চিঠি দিয়েছে পুলিশ। যা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কেন সন্তোষ মিত্র স্কোয়ারের উপর এমন নির্দেশ দেওয়া হল, তা নিয়ে সরব হয়েছেন তিনি। 

জানা গিয়েছে, পুজো মণ্ডপ চত্বরে ৬০টি সিসিটিভি ক্যামেরা ও ২৫০ জন ভলান্টিয়ার রাখার নির্দেশিকা দেওয়া হয়েছে। ভিড় নিয়ন্ত্রণের জন্য এই নির্দেশিকা বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশের নানা নির্দেশিকা নিয়ে আপত্তি জানিয়েছেন সজল।

পুলিশ এভাবে বার বার চিঠি পাঠাতে থাকলে পুজো বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সজল। গত কয়েক বছর ধরেই তাঁদের পুজো ঘিরে হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন সজল। 

POST A COMMENT
Advertisement