কলকাতার স্ট্র্যান্ড রোডে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারকলকাতায় এসেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দুপুরে সাংবাদিক বৈঠকও করেন তিনি। আর এই আবহেই শহরের বুক থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করল কলাতা পুলিশ। মঙ্গলবার দুপুরে কলকাতা পুলিশের এসটিএফ ওই অস্ত্র উদ্ধার করেছে। এই ঘটনায় দু'জনকে দুজনকে আটকA করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে এদিন দুপুরে স্ট্র্যান্ড রোড থেকে দুই যুবককে আটক করে পুলিশ। এই অভিযানে আগ্নেয়াস্ত্র এবং ২০ থেকে ২২ টি কার্তুজ উদ্ধার হয়েছে। এগুলি কোথা থেকে এল, কোথায় পাঠানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
এসটিএফ আধিকারিকরা যে দু'জনকে আটক করেছে তাদের কাছে থাকা ব্যাগ একটি বাইকের চাবিও উদ্ধার হয়েছে। মিলেছে নগদ ৬৮৫ টাকা এবং একটি মোবাইল ফোন।
যা উদ্ধার হয়েছে তার সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে। ওই দুই ব্যক্তি কোথাকার বাসিন্দা সেটা এখনো স্পষ্ট নয়। এসটিএফ আধিকারিকরা মনে করছে বিহার কিম্বা অন্য কোন জায়গা থেকে তারা আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ওয়ান শটার, ৭ এমএম পিস্তল, ইপ্রোভাইজড ফায়ার আর্ম। এছাড়াও ২০-২২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।