Kolkata Puja traffic: মহালয়া থেকেই কড়াকড়ি, তৃতীয়া থেকে কলকাতার এই রাস্তাগুলিতে গাড়ি পুরোপুরি বন্ধ

দুর্গাপুজো ঘিরে ভিড় নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার স্বার্থে এবার আরও আগে থেকেই কড়া ট্রাফিক নিয়ম জারি করছে কলকাতা পুলিশ। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, মহালয়ার দিন অর্থাৎ ২১শে সেপ্টেম্বর ভোর ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিশেষ বিধিনিষেধ কার্যকর থাকবে। ওই সময়ের মধ্যে অক্সিজেন, শাকসবজি, সিএনজি, ওষুধ, মাছ ও ফল বহনকারী গাড়ি ছাড়া অন্য কোনও পণ্যবাহী যানবাহন শহরে ঢুকতে পারবে না।

Advertisement
মহালয়া থেকেই কড়াকড়ি, তৃতীয়া থেকে কলকাতার এই রাস্তাগুলিতে গাড়ি পুরোপুরি বন্ধকলকাতার যানজট -- ফাইল ছবি
হাইলাইটস
  • দুর্গাপুজো ঘিরে ভিড় নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার স্বার্থে এবার আরও আগে থেকেই কড়া ট্রাফিক নিয়ম জারি করছে কলকাতা পুলিশ।
  • পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, মহালয়ার দিন অর্থাৎ ২১শে সেপ্টেম্বর ভোর ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিশেষ বিধিনিষেধ কার্যকর থাকবে।

দুর্গাপুজো ঘিরে ভিড় নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার স্বার্থে এবার আরও আগে থেকেই কড়া ট্রাফিক নিয়ম জারি করছে কলকাতা পুলিশ। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, মহালয়ার দিন অর্থাৎ ২১শে সেপ্টেম্বর ভোর ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিশেষ বিধিনিষেধ কার্যকর থাকবে। ওই সময়ের মধ্যে অক্সিজেন, শাকসবজি, সিএনজি, ওষুধ, মাছ ও ফল বহনকারী গাড়ি ছাড়া অন্য কোনও পণ্যবাহী যানবাহন শহরে ঢুকতে পারবে না।

এরপর ২৫শে সেপ্টেম্বর, তৃতীয়া থেকেই কলকাতায় পণ্যবাহী গাড়ি চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা জারি হবে। সকাল ৬টা থেকে শুরু হয়ে ওইদিন মধ্যরাত পর্যন্ত তা বলবৎ থাকবে। এরপর প্রতিদিনই নির্দিষ্ট সময়ে এই নিয়ম কার্যকর হবে এবং গভীর রাত পর্যন্ত বলবৎ থাকবে। পুলিশের মতে, গত কয়েক বছর ধরে প্যান্ডেল হপিং আগেভাগেই শুরু হয়ে যাচ্ছে। ফলে, তৃতীয়া থেকেই বিধিনিষেধ আরোপ করলে ভিড় নিয়ন্ত্রণ সহজ হবে।

নিষেধাজ্ঞার আওতায় কোন কোন এলাকা
কলকাতার উত্তর, মধ্য, দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম ও শহরতলির গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে তৃতীয়া থেকে যান চলাচল বন্ধ থাকবে। বিকেল ৪টা থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

উত্তর কলকাতা: বি কে পাল অ্যাভিনিউ
মধ্য কলকাতা: বি.বি. গাঙ্গুলি স্ট্রিট
দক্ষিণ কলকাতা: একডালিয়া রোড, ডোভার লেন, হিন্দুস্থান রোড, রমণী চ্যাটার্জি রোড
দক্ষিণ-পশ্চিম কলকাতা: জেমস লং সরণি, ডায়মন্ড হারবার রোড ও রায় বাহাদুর রোড

বিসর্জনের সময় বিশেষ নিয়ম
২রা থেকে ৫ই অক্টোবর পর্যন্ত বিসর্জনের দিনগুলিতে, শোভাযাত্রার সঙ্গে যুক্ত নয় এমন গাড়ি শহরে ঢুকতে পারবে না। ওই সময় সকাল ৮টা থেকে ভোর ৫টার মধ্যে চলাচল বন্ধ থাকবে।

কালীঘাট মন্দিরে বিশেষ ব্যবস্থা
অষ্টমী (৩০শে সেপ্টেম্বর) ও দশমী (২রা অক্টোবর) কালীঘাট মন্দিরে ভিড় সামলাতে হাজরা রোড, নেপাল ভট্টাচার্য স্ট্রিট, সদানন্দ রোড ও কালীঘাট রোডে যান চলাচল বন্ধ থাকবে।


 

POST A COMMENT
Advertisement