Kolkata Heaviest Rainfall: রাতভর বৃষ্টি। সকালে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হলেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দারা। অনেকেই বলছেন, এমন বৃষ্টি তাঁদের জীবদ্দশায় দেখেননি। এই বিষয়ে আবহাওয়া দফতর কী বলছে? আবহাওয়াবিদ জানালেন, উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল ছিল, সেটা ক্রমশ অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন ওড়িশা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এরই প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ভারী থেকে অতিভারী এবং কলকাতায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।
কলকাতায় মূলত রাত আড়াইটে থেকে সকাল সাড়ে পাঁচটা সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এই প্রায় ৩ ঘণ্টা জুড়ে ১৮৫.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় আলিপুর আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী যে মোট বৃষ্টিপাত হয়েছে, তা হল ২৫১.৪ মিলিমিটার। এক ঘণ্টায় সর্বোচ্চ ৯৮ মিলিমিটার হয়েছে। এছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি হয়েছে।
কলকাতায় রেকর্ড বৃষ্টি?
আবহাওয়াবিদ জানালেন, পরিসংখ্যানগতভাবে এটি সেপ্টেম্বর মাসের ইতিহাসে অন্যতম 'এক্সট্রিম' বৃষ্টি বলা যেতে পারে। যেমন ধরুন, সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল ৩৬৯.৬ মিলিমিটার, ১৯৭১ সালে। তারপর দ্বিতীয় সর্বোচ্চ ২৫৯.৫ মিলিমিটার, ২৬ সেপ্টেম্বর, ১৯৮৬ সালে। তারপরেই আসছে এই ২০২৫, অর্থাত্ গত রাতের বৃষ্টিপাত। রেকর্ড অনুযায়ী, এটি সেপ্টেম্বর মাসের নিরিখে একদিনে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত।
তবে সমস্ত মাসের নিরিখে বিচার করলে, এটি সর্বকালের(যেটুকু রেকর্ডেড) ষষ্ঠ সর্বোচ্চ বৃষ্টিপাত। সর্বোচ্চ সেই ১৯৭১ সালের ৩৬৯.৬ মিলিমিটারই।
আরও বৃষ্টি হতে পারে?
বর্তমানে পশ্চিমবঙ্গের উপকূল এবং সংলগ্ন ওড়িশা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ অবস্থান করছে। এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হলেও ক্রমশ শক্তি হারিয়ে ফেলবে বলেই মনে করা হচ্ছে। যদিও আপাতত কলকাতায় এর ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিরই সম্ভাবনা বেশি। তবে ভারী বৃষ্টির সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না।