Kolkata Rain Update: কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা-সহ ৩ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, চলবে রাতভর?

বিগত কিছুদিন ধরে গরমের দাপট আগের মতো আর নেই। এরমধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় ঝেঁপে ঝড়বৃষ্টি নামল কলকাতায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে ঝড়-বৃষ্টি। আগামী কয়েক ঘণ্টা কলকাতা-সহ ৩ জেলায় এই ঝড়বৃষ্টি চলবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement
কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা-সহ ৩ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, চলবে রাতভর?ঝমঝমিয়ে বৃষ্টি শুরু


বিগত কিছুদিন ধরে গরমের দাপট আগের মতো আর নেই। এরমধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় ঝেঁপে ঝড়বৃষ্টি নামল কলকাতায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে ঝড়-বৃষ্টি।  আগামী কয়েক ঘণ্টা কলকাতা-সহ ৩  জেলায় এই ঝড়বৃষ্টি চলবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাত বাড়লে দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। আর বৃষ্টিতে কলকাতা ছাড়াও মূলত ভিজতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। অন্যদিকে, উত্তরবঙ্গেও রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।

সেইমতোই বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়বৃষ্টি শুরু হয় কলকাতায়। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়াও। আলিপুর জানিয়েছে, পরবর্তী দু’-তিন ঘণ্টায় কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। কোথাও কোথাও প্রবল বজ্রপাতের সতর্কতা রয়েছে। এই তিন জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। এই তিন জেলা ছাড়াও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটারে পৌঁছতে পারে বলে জানিয়েছে আলিপুর। হাওয়া অফিস বলছে শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।

উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবেই বজ্রপাত-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া চলবে বাংলায়। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বিক্ষিপ্ত ভাবে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। দু-এক জায়গায় শিলাবৃষ্টির ও বজ্রপাতের আশঙ্কা থাকবে। শুক্রবার বৃষ্টির প্রভাব ও পরিমাণ কিছুটা কম থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। বাকি জেলাতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার আবার একটু বৃষ্টি ও ঝড় বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে। রবিবার ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে।  উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা বড়সড়ো পরিবর্তন নেই আগামী কয়েক দিনে। দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর-দক্ষিণ দিনাজপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি।
 

Advertisement

POST A COMMENT
Advertisement