Bengal Latest Weather Update: কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে, বছরের শেষ দিনে হাড়কাঁপানো ঠান্ডা তিলোত্তমায়

কাঁপুনি ধরাচ্ছে শীত। একটানা রেকর্ড করেই চলেছে কলকাতার ঠান্ডা। আজ শহরের পারদ নামল ১১ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি কম। হাওয়া অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে শেষবার ১১ ডিগ্রির ঘরে নেমেছিল কলকাতার পারদ। আবহাওয়া দফতর বলছে শীতের এই দাপট জারি থাকবে রাজ্যজুড়ে। নতুন বছরের শুরুতে কেমন থাকবে রাজ্যের প্রতিটি জেলার আবহাওয়া?চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

Advertisement
কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে, বছরের শেষ দিনে হাড়কাঁপানো ঠান্ডা তিলোত্তমায় আজ থেকেই দার্জিলিংয়ে টানা তুষারপাত?

কাঁপুনি ধরাচ্ছে শীত। একটানা রেকর্ড করেই চলেছে কলকাতার ঠান্ডা। আজ শহরের পারদ নামল ১১ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি কম। হাওয়া অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে শেষবার ১১ ডিগ্রির ঘরে নেমেছিল কলকাতার পারদ। আবহাওয়া দফতর বলছে শীতের এই দাপট জারি থাকবে রাজ্যজুড়ে। নতুন বছরের শুরুতে কেমন থাকবে রাজ্যের প্রতিটি জেলার আবহাওয়া?চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

কলকাতায় মরশুমের শীতলতম দিন
আজ ২০২৫ সালের শেষদিন। সেইসঙ্গে আজ মরশুমের শীতলতম দিনও, কলকাতার পারদ নামল ১১-র ঘরে। শহরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৮ ডিগ্রি কম। শীতে কাঁপছে গোটা শহর। হাওয়া অফিস বলছে,  গত ৫ বছরের নিরিখে আজ শীতলতম ডিসেম্বর। গতকাল মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের থেকে দেড় ডিগ্রিরও বেশি নেমেছে তাপমাত্রা। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বছরের শেষদিনই শীতলতম দিন হল শহরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সকাল থেকে বেলা পর্যন্ত শহরে কমবেশি কুয়াশা থাকবে। দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত হবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আগামী দুদিন সকালের দিকে হালকা কুয়াশা থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার প্রভাব কমে যাবে। আগামী ১ তারিখ থেকে অর্থাৎ নতুন বছর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার দাপট বাড়বে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দিনের তাপমাত্রাই ঊর্ধ্বমুখী হবে। 

উত্তরবঙ্গের পরিস্থিতি
অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলোর তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। দার্জিলিংয়ের তাপমাত্রা ঘোরাফেরা করছে ৫ ডিগ্রির আশেপাশে। আজ থেকে আগামী তিনদিন দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে কুয়াশার দাপট থাকবে। কমবে দৃশ্যমানতাও। পাশাপাশি আজ থেকে তিনদিন চারদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়েও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদে সকালে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা থাকবে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত।

Advertisement

নতুন বছরে শীত নিয়ে পূর্বাভাস
গত কয়েক দিনে জাঁকিয়ে শীত পড়েছে শহরে। অনেকেই মনে করতে পারছেন না, শেষ কবে এমন হাড় কাঁপানো ঠান্ডা পড়েছিল। গত বছরের সঙ্গেও চলতি মরসুমের শীতের তুলনা টানা যাচ্ছে না। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তুরে হাওয়ার পথে এই মুহূর্তে কোনও বাধা নেই। ফলে রাজ্য জু়ড়ে অবাধে তা প্রবেশ করছে। তার প্রভাবেই শীত বাড়ছে। তবে এই দফায় শীতের কামড় আর বাড়বে না বলেই মনে করছে আবহাওয়া দফতর। আগামী ৩ দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সাময়িক ভাবে কমবে ঠান্ডা। ৫ জানুয়ারির পর আবার স্বমেজাজে ফিরবে শীত। 

POST A COMMENT
Advertisement