Kunal Ghosh: TMC-তে 'ভাইরাস' দেখছেন কুণাল, ছাব্বিশে কত আসন? তারও ভবিষ্যত্‍বাণী করলেন

আগামী বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস ২৫০টির বেশি আসন পাবে বলে জোরাল দাবি করলেন কুণাল ঘোষ। একই সঙ্গে দলে নেতাদের একাংশের ঔদ্ধত্য নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন।

Advertisement
TMC-তে 'ভাইরাস' দেখছেন কুণাল, ছাব্বিশে কত আসন? তারও ভবিষ্যত্‍বাণী করলেনকুণাল ঘোষ, তৃণমূল নেতা
হাইলাইটস
  • কুণালের ভবিষ্যত্‍বাণী ২৫০টির বেশি আসন 
  • স্থানীয় স্তরে মেরামতির পরামর্শ 
  • ছাব্বিশের বিধানসভা ভোট কবে? 

ডিজিটাল নিউজের ভাষায় বলতে গেলে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ 'অর্গানিক ট্র্যাফিকের' উপরে জোর দিচ্ছেন!

কুণালের ভবিষ্যত্‍বাণী ২৫০টির বেশি আসন 

আগামী বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস ২৫০টির বেশি আসন পাবে বলে জোরাল দাবি করলেন কুণাল ঘোষ। একই সঙ্গে দলে নেতাদের একাংশের ঔদ্ধত্য নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন। আজ অর্থাত্‍ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কুণাল লিখছেন, 'নেত্রীর প্রতি মানুষের আস্থা, অভিষেকের প্রতি ভালোবাসা দেখে অতিরিক্ত আত্মবিশ্বাসে যদি দলের একাংশের নেতা, কর্মী রাজনীতির আসল অংশটা থেকে সরে গিয়ে ঔদ্ধত্য ও অন্য কিছু ভাইরাসে আক্রান্ত হন, তাহলে কিছু মানুষ, এমনকি দলের কর্মীরাও বিরক্ত হতে পারেন। দলের মধ্যে থেকেই এই বিষয়ে এলাকাভিত্তিতে সতর্ক থাকা দরকার।' 

স্থানীয় স্তরে মেরামতির পরামর্শ 

এরপরেই তিনি দাবি করেছেন, তৃণমূল কংগ্রেস ২৫০টির বেশি আসন পাওয়ার জায়গায় রয়েছে। কুণালের বক্তব্য,  'মুখ্যমন্ত্রী কাজ করেছেন, করে চলেছেন, নজিরবিহীন উপকার হচ্ছে মানুষের। কিছু জায়গায় স্থানীয়স্তরে একটু মেরামতি দরকার। সঠিক লোক চেনা দরকার। ইগো/গোষ্ঠী সরিয়ে মানিয়ে নেওয়া দরকার।  শাসকের অর্জিত মেদ বর্জন দরকার। অর্গ্যানিক/স্বাভাবিক আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা বেড়ে চলুক। কৃত্রিম বাতাবরণ বর্জিত থাক।' 

ছাব্বিশের বিধানসভা ভোট কবে? 

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় স্পেশাল ইন্টেসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া চালু করে দিয়েছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ২৬ ফেব্রুয়ারি ঘোষণা করেছিল কমিশন। ৮ দফায় ভোট হয়েছিল, ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত। রেজাল্ট ঘোষণা করা হয়েছিল ২ মে। ২০২৬ সালেও একই রকম সময়ে ভোট হওয়ার সম্ভাবনাই জোরাল। কারণ জাতীয় নির্বাচন কমিশন কয়েকদিন আগে একটি মিটিংয়ে জানিয়েছে, SIR হওয়ার পর ৩ মাস পরই বিধানসভা ভোট। 

Advertisement

POST A COMMENT
Advertisement