বিহারের ভোটের রেজাল্ট নিয়ে যা বললেন কুণাল ঘোষ।বিহার নির্বাচনে NDA ঝড়। এদিকে ভোটের রেজাল্টের ফল নিয়েই সরাসরি প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। তাঁর দাবি, বিহারের এই ফলাফলের পিছনে 'পরিকল্পিত লুঠে'রও সম্ভাবনা থাকতে পারে।
কুণাল ঘোষ বলেন, 'বিহারে যা নির্বাচন হয়েছে, তার ফলাফল আমাদের দলের শীর্ষ নেতৃত্ব বিশ্লেষণ করছে… এটা একটা বড় পরিকল্পিত লুঠ নয় তো?' তাঁর অভিযোগ, কিছু রাজনৈতিক ফ্যাক্টরের পাশাপাশি ভোটের অস্বাভাবিক স্ট্রাইক রেটের কারণে পুরো বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে।
রীতিমতো পরিসংখ্যান দিয়ে প্রশ্ন তোলেন কুণাল। বলেন, BJP ১০১টি আসনে লড়েছে। জিতেছে ৯৫টিতে। স্ট্রাইক রেট ৯৪.৫৯%। নীতিশ কুমারও লড়েছিলেন ১০১টি আসনে এবং জিতেছেন ৮৫টি, স্ট্রাইক রেট ৮৪%। কুণাল ঘোষের প্রশ্ন, 'এটাসম্ভব?'
কুণালের কথায়, রাজীব গান্ধী ১৯৮৪ তে যখন জিতেছিলেন, সেই সময়েও জয়ের হার ছিল ৭৮.৬%। BJP-র সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল ২০১৯ সালে, ৫৫.৯%। তাহলে বিহারে এত অস্বাভাবিক সাফল্য কীভাবে সম্ভব, সে প্রশ্নই তুলছেন তিনি।
কুণালের প্রশ্ন, যদি BJP ১০১টি আসনে লড়ে ৯৫টিতে জেতার অবস্থায় থাকে, তাহলে তারা নীতিশ কুমারের সঙ্গে জোট করতে গেল কেন? কুণাল ঘোষের দাবি, এটি 'পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে… বড় হারে ভোট লুট নয় তো?'
তিনি আরও বলেন, 'আমরা আগেই বলেছি, বিহারের ফলের কোনও প্রভাব বাংলায় পড়বে না। তবে এই অস্বাভাবিক স্ট্রাইক রেট, এই রহস্যের উদঘাটন গণতন্ত্রের স্বার্থে খুব জরুরি।'