Hiraan Chatterjee Marriage: হিরণ-দিলীপের বিয়ের 'ঘটক' খড়গপুর, কুণালের যুক্তিটা শুনুন

হিরণ চট্টোপাধ্যায় দ্বিতীয় বার বিয়ে করেছেন, এ বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। তা নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন কপুণাল ঘোষ। তিনি বিষয়টিকে ব্যক্তিগত ইস্যু বলে উল্লেখ করেও খড়গপুর আসন নিয়ে তীব্র ব্যঙ্গ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। ঠিক কী বললেন কুণাল ঘোষ?

Advertisement
হিরণ-দিলীপের বিয়ের 'ঘটক' খড়গপুর, কুণালের যুক্তিটা শুনুনহিরণ ও ঋতিকা, কুণাল ঘোষ
হাইলাইটস
  • Hiraan Chatterjee Marriage:
  • খড়গপুর আসনে বিয়ে বিয়ে এফেক্ট
  • দিলীপ ঘোষের বিয়েও স্মরণ করালেন তৃণমূল নেতা

দ্বিতীয়বার বিয়ে করছেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। BJP বিধায়ক প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয়বার বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় হিরণ এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে ইতিমধ্যেই FIR দায়ের করেছেন। এই বিতর্কিত ইস্যু নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ। 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, 'সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে খড়গপুর আসনটির একটা গুণ আছে। একটি বিয়ের এফেক্ট পাওয়া যায়। খড়গপুর আসনের প্রাক্তন বিধায়ক কিছুদিন আগে বিয়ে করলেন। আবার এখন যিনি বিধায়ক তাঁর একটি বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। ব্যক্তিগত বিষয় হলেও খড়গপুরের জল-হাওয়া-বাতাসে একটা বিয়ে বিয়ে ব্যাপার আছে।'

BJP-র তারকা বিধায়কের ব্যক্তিগত জীবন নিয়ে চলেছে জোর চর্চা। হিরণের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন খোদ ঋতিকা। হুঁশিয়ারি দিয়েছিলেন, 'বিয়ে বেআইনি হলে আইনি পদক্ষেপ নেওয়া হোক'। থানায় এসে পাল্টা তাঁকে হুঁশিয়ারি দিয়েছেন অনিন্দিতা চট্টোপাধ্যায়ও। বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছেন হিরণের মেয়ে নিয়াসাও। 

১৯ বছর বয়সী নিয়াসার দাবি, '২০২৪ সালে ঋতিকা গিরি নিজে একদিন আমায় যোগাযোগ করার চেষ্টা করেছিল। প্রথমে আমায় মিসড কল দেয়, তারপর মেসেজ করে। আমায় বলেছিল, তুমি খুশি থাক, আমি সুইসাইড করতে যাচ্ছি।' মা ও মেয়ের দাবি, এই ঘটনা ২০২৪ সালের ৯ নভেম্বরের আগেই ঘটেছে। তারপর থেকে হিরণ তাঁদের সঙ্গে থেকেছেন টানা ৫ মাস। খড়গপুর থেকে চলে এসেছিলেন কলকাতার আর্বানা আবাসনে। অনিন্দিতার হুঁশিয়ারি, 'ওই টুকু একটা মেয়ে, তার এত সাহস হয় কীকরে? বয়স নিয়ে যদি আমার দাবি মিথ্যে হয় তাহলে বার্থ সার্টিফিকেট দেখিয়ে প্রমাণ করুক। ও কী বোঝে সংসারের! আমি ২৫ বছর সংসার করেছি। ও যদি মনে করে ভিয়েতনামে ঘুরে বেড়িয়ে সিঁদুর পরলেই বিয়ে হয়ে যায়, সংসার হয়ে যায়, তাহলে আমিও দেখব হিরণ চ্যাটার্জি ওকে বিয়ে করে সংসার করে কি না। আমায় ডিভোর্স দিয়ে দিক, তারপর হিরণ যা খুশি করুক।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement