রবিবার রাতে শিয়ালদহ থেকে ঢাকুরিয়া যাওয়ার পথে ট্রেনে এক যুবতীর ছবি তোলার চেষ্টা করে তিন যুবক। প্রতিবাদ করতে গেলে যুবতীর সঙ্গীকে মারধর করা হয়। এই ঘটনার জেরে শিয়ালদা স্টেশনে পৌঁছানোর পর অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ (জিআরপি)।
যুবতী জানান, তিনি ঢাকুরিয়া থেকে ট্রেনে উঠেছিলেন এবং পার্ক সার্কাস স্টেশন থেকে ওই তিন যুবক উঠে তাঁর ছবি তোলার চেষ্টা করে। তিনি বাধা দিলে যুবকরা পাল্টা বলেন, "বেশ করেছি।" ক্ষিপ্ত হয়ে যুবতী এক যুবককে চড় মারেন, তখনই তারা তাঁর সঙ্গীকে ঘিরে ধরে মারধর শুরু করে। এই ঘটনাটি ঘটেছে চলন্ত ট্রেনেই, যেখানে অন্যান্য যাত্রীরাও উপস্থিত ছিলেন।
শিয়ালদা স্টেশনে ট্রেন ঢুকতেই জিআরপি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে। যদিও অভিযোগকারিণীর পরিবার অভিযোগ করেছে যে, থানায় অভিযোগ করতে গেলে অভিযুক্ত যুবকরা থানার মধ্যেই তাঁদের হুমকি দেয়। অভিযোগকারিণীর বাবার দাবি, "থানায় অভিযোগ করার সময় আমার মেয়েকে অভিযুক্তরা হুমকি দেয়, অথচ কর্তব্যরত পুলিশ আমাদেরই গ্রেফতার করার হুমকি দেয়।"
শিয়ালদা জিআরপির আইসি বাসুদেব মল্লিক সংবাদমাধ্যমকে জানান, তাঁদের কাছে অভিযোগ দায়ের হয়েছে এবং তিন অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার পর নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, বিশেষত গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।