scorecardresearch
 

Lakkhir Bhandar : 'বদলে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের নাম, মিলবে ২০০০ টাকা'

রাজ্যের লাখ লাখ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন। সেই প্রকল্প এবারের পঞ্চায়েত ভোটের বড় ইস্যু। কারণ ঠিক ভোটের আগে এই প্রকল্প নিয়ে নতুন করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বলা হয়েছে ২০০০ টাকা করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্ত প্রকল্প হিসেবে।

Advertisement
শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী

'বদলে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের নাম, মিলবে ২০০০ টাকা'

রাজ্যের লাখ লাখ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন। সেই প্রকল্প এবারের পঞ্চায়েত ভোটের বড় ইস্যু। কারণ ঠিক ভোটের আগে এই প্রকল্প নিয়ে নতুন করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বলা হয়েছে ২০০০ টাকা করে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্ত প্রকল্প হিসেবে। 

যদিও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার এই প্রতিশ্রুতি দেয়নি। দিয়েছে বিজেপি। তাও আবার খোদ বিরোধী দলনেতা। সোমবারই রাজ্যের ধূপগুড়ির প্রচার সভায় শুভেন্দু জানান, মোদীজির সরকার তৈরি হলে, ৫০০ টাকা নয়, একেবারে ২০০০ টাকা দেওয়া হবে মা-বোনেদের৷  রাজনৈতিক মহলের একাংশের মতে, এই প্রতিশ্রুতি দিয়ে পঞ্চায়েতে বাজিমাত করতে চাইছে গেরুয়া শিবির। 

আরও পড়ুন

শুধু বিরোধী দলনেতাই নয়, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও শুভেন্দু অধিকারীর সুরেই সুর মিলিয়েছেন। তিনিন সাফ জানিয়েছেন, এই প্রকল্পের নাম হবে 'অন্নপূর্ণা যোজনা'। আর এই প্রকল্পে ৫০০ নয়, মা-বোনেরা প্রতি মাসে ২০০০ টাকা করে পাবেন। 

আরও একধাপ এগিয়ে শুভেন্দু অধিকারী মঙ্গলবার ফুলিয়ায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে বলেন,বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হবে বলে। 

প্রসঙ্গত, ২০২১-এ ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসের তরফে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু করা হয়। সেই প্রকল্পে মহিলাদের মাসে ৫০০ টাকা করে দেওয়া হয়। যাতে উপকৃত হন রাজ্যের লাখ লাখ মহিলা। 

তবে পঞ্চায়েতের আগে বিজেপি সেই প্রকল্পকেই হাতিয়ার করতে চাইছে। আসলে পঞ্চায়েত ভোটে বিজেপির তরফে কোথাও কোথাও প্রচার করা হচ্ছে যে, এবার তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারবে না। তাতে সাধারণ মানুষের অনেকটাই আশাপত। তবে  নিরাশ হওয়ার কোনও কারণ নেই বলে দাবি করেছে বিজেপি। বিজেপি বিধায়ক দীপক বর্মন সাফ জানান, 'রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের টাকার অংক দ্বিগুণ কিংবা তিনগুণ করা হবে।' 

Advertisement

এদিকে বিজেপি এই দাবি করলেও তা পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাদের তরফে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সাফ শুভেন্দুকে আক্রমণ করেন। 'এতদিন মহিলাদের অনেক অপমান করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারকে বলা হয়েছিল দয়া, ভিক্ষে। হঠাৎ কী মনে।

 

Advertisement