Tejashwi Yadav Son: ভিডিও কলে নাতির মুখ দেখলেন দাদু লালু, কেমন হল তেজস্বীর ছেলে? মন ভাল করা ছবি VIRAL

কলকাতার হাসপাতালে জন্ম হল লালু প্রসাদ যাদবের নাতির। পুত্রসন্তানের বাবা হলেন তেজস্বী যাদব। ভিডিও কলে নাতির মুখ দেখলেন ঠাকুরদা লালু। দু'Oিন আগেই বড় ছেলে তথা RJD বিধায়ক তেজ প্রতাপকে দল থেকে এবং পরিবার থেকে তাড়িয়ে দিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Advertisement
ভিডিও কলে নাতির মুখ দেখলেন দাদু লালু, কেমন হল তেজস্বীর ছেলে? মন ভাল করা ছবি VIRAL
হাইলাইটস
  • লালু প্রসাদ যাদবের ঘরে এল নাতি
  • পুত্রসন্তানের বাবা হলেন তেজস্বী যাদব
  • কলকাতার হাসপাতালে ছেলের জন্ম দিলেন তেজস্বী পত্নী

সদ্যই ত্যাজ্য করেছেন বড় ছেলেকে। আর এর মধ্যেই লালু প্রসাদ যাদবের ঘরে এল নাতি। পুত্রসন্তানের জন্ম দিলেন তেজস্বী যাদবের স্ত্রী রাজশ্রী। মঙ্গলবার কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় পুত্রসন্তান। নিজেই সুখবর জানিয়েছেন লালুপুত্র। 

মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডলে সদ্যোজাতের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তেজস্বী। লেখেন, 'সুপ্রভাত! অবশেষে অপেক্ষার অবসান! আমাদের ছোট্ট শিশুসন্তানের আসার খবর জানাতে পেরে আমি ধন্য।' বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বীর দ্বিতীয় সন্তান এটি। রাজশ্রীর সঙ্গে তাঁর বিয়ে হয় ২০২১ সালের ডিসেম্বর মাসে। ২০২৩ সালের মার্চে কন্যাসন্তানের পিতা হন তেজস্বী। রাজশ্রী গত কয়েক দিন ধরেই কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। 

 

Tejashwi Yadav Son
তেজস্বী ও রাজশ্রীর প্রথম সন্তান (বাঁ দিকে), সদ্যোজাত পুত্রসন্তান (ডান দিকে)

আপাতত ভিডিও কলেই নাতির মুখ দেখেছেন লালু প্রসাদ যাদব। শীঘ্রই পৌঁছবেন হাসপাতালে। রবিবারই কলকাতায় এসে পৌঁছন লালু প্রসাদ, স্ত্রী রাবড়ি দেবী এবং মেয়ে মিশা ভারতী। 

 

Tejashwi Yadav Son
তেজস্বীর পুত্রসন্তান

গত দু'দিন ধরেই সংবাদ শিরোনামে লালুর পরিবার। বিহারের অলিতেগলিতে, চায়ের ঠেকে এখন চর্চার বিষয়বস্তু লালুর বড় ছেলে তেজ প্রতাপের কীর্তি। হাসানপুরের RJD বিধায়ককে দল এবং পরিবার থেকে বহিষ্কার করেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হন তেজ প্রতাপ। তাঁর সঙ্গে দেখা যায় অনুষ্কা যাদব নামে এক মহিলাকে। পোস্টে উল্লেখ ছিল ১২ বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা। তেজ প্রতাপকে ‘দায়িত্বজ্ঞানহীন’ তকমা দিয়ে এবং পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করেন RJD সুপ্রিমো। শুধু দল থেকেই বহিষ্কার নয়। তাকে পরিবার থেকে ত্যাজ্য করে ছেড়েছেন তিনি। পারিবারিক অশান্তিতে জর্জরিত লালু পরিবারে কিছুটা হলেও যেন খুশির হাওয়া বয়ে আনল সদ্যোজাত পুত্রসন্তান। 

 

 

POST A COMMENT
Advertisement