scorecardresearch
 

Laxmi Bhandar : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া আপডেট, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে বেশি টাকা?

রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এপ্রিল থেকে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। ব্যাঙ্ক অ্য়াকাউন্টে সেই টাকা ঢুকবে

Advertisement
laxmi bhandar laxmi bhandar
হাইলাইটস
  • রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট
  • এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এপ্রিল থেকে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এপ্রিল থেকে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। ব্যাঙ্ক অ্য়াকাউন্টে সেই টাকা ঢুকবে। তবে এখন জানা যাচ্ছে ১ এপ্রিল অর্থাৎ সোমবার থেকে টাকা পাবেন না এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা। 

রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, ১ এপ্রিল বর্ধিত হারে টাকা পাবেন রাজ্যের মহিলারা। যাঁরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে ৫০০ টাকা পান, তাঁদের মিলবে হাজার টাকা ও যাঁরা পান হাজার টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে ১২০০ টাকা। ১ এপ্রিল থেকেই সেই টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসার কথা ছিল। কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকার কারণে আরও দু-একদিন অপেক্ষা করতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের। 

জানা যায়, ১ এপ্রিল-নতুন অর্থবছর শুরু কারণে সারাদেশে ব্যাঙ্কগুলোতে ছুটি থাকবে। সেই কারণে সেই দিন ব্যাঙ্কের কাজও বন্ধ। তাই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না মহিলাদের। জানা যায়, যেহেতু ১ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ তাই টাকা ঢুকতে শুরু করবে ২ তারিখ থেকে। এমনিতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা যাঁরা পান তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে বেশ কয়েকদিন সময় লাগে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ১ এপ্রিল থেকে ৩ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডারের মহিলারা। 

আরও পড়ুন

২০২৪-২৫ বর্ষের বাজেট পেশ করার সময়ই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । এতদিন অবধি এই প্রকল্পে সাধারণ শ্রেণির মহিলারা মাসিক ৫০০ টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণির মহিলারা ১০০০ টাকা করে পেতেন। তবে এবারের বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। মার্চ মাসের শুরুতেই এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে। ভাতা বৃদ্ধির ফলে এবার সাধারণ শ্রেণির মহিলারা ৫০০ টাকার বদলে প্রত্যেক মাসে ১০০০ টাকা করে পাবেন। একইরকমভাবে তপশিলি জাতি এবং উপজাতির মহিলাদের ভাতার অঙ্কও বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ১০০০ টাকার পরিবর্তে এবার মাসিক ১২০০ টাকা করে পাবেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিক সভা থেকে এই ঘোষণা করেন। 

Advertisement

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল ‘লক্ষ্মীর ভাণ্ডার’। মূলত, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে সময়ে চালু হয় সেই সময় বয়সের বাধ্যবাধকতা ছিল পঁচিশ থেকে ষাট বছর। মমতা জানিয়ে দিয়েছেন এবার থেকে , ষাট বছর পার করার পর লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। ফলে তাঁরা ২০০০ টাকা করে ভাতা পাবেন। পাশাপাশি পরিবারে যতজন মহিলাই থাকুন না কেন তাঁরা যদি লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার সমস্ত শর্ত পূরণ করেন সেক্ষেত্রে প্রত্যেকেই সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা পেতে পারেন।

Advertisement