Left Leader Barnana Mukherjee: অন ডিউটি OC-কে চড়? সেই SFI নেত্রীকে ডেকে পাঠাল কলকাতা পুলিশ

ধর্মঘট চলাকালীন কর্তব্যরত পুলিশ অফিসারকে প্রকাশ্যে চড় মারার ঘটনায় কলকাতা পুলিশের জোড়াসাঁকো থানায় হাজিরার নির্দেশ দেওয়া হল এসএফআই কলকাতা জেলা সভানেত্রী বর্ণনা মুখোপাধ্যায়কে। জানা গেছে, তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

Advertisement
অন ডিউটি OC-কে চড়? সেই SFI নেত্রীকে ডেকে পাঠাল কলকাতা পুলিশধর্মঘট চলাকালীন অন ডিউডি ওসিকে চড়।-ফাইল ছবি
হাইলাইটস
  • ধর্মঘট চলাকালীন কর্তব্যরত পুলিশ অফিসারকে প্রকাশ্যে চড় মারার ঘটনায় কলকাতা পুলিশের জোড়াসাঁকো থানায় হাজিরার নির্দেশ দেওয়া হল এসএফআই কলকাতা জেলা সভানেত্রী বর্ণনা মুখোপাধ্যায়কে।
  • জানা গেছে, তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

ধর্মঘট চলাকালীন কর্তব্যরত পুলিশ অফিসারকে প্রকাশ্যে চড় মারার ঘটনায় কলকাতা পুলিশের জোড়াসাঁকো থানায় হাজিরার নির্দেশ দেওয়া হল এসএফআই কলকাতা জেলা সভানেত্রী বর্ণনা মুখোপাধ্যায়কে। জানা গেছে, তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার, যখন বামফ্রন্ট রাজ্যজুড়ে বনধ কর্মসূচি পালন করছিল। সেই সময় ধর্মঘটকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির মধ্যে জোড়াসাঁকো থানার এক পুলিশ অফিসারকে প্রকাশ্যে চড় মারেন বাম নেত্রী। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা শেয়ার করেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। তিনি অভিযোগ করেন, 'সরকারি কর্মচারীর গায়ে হাত তোলা একটি ফৌজদারি অপরাধ। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।'

তৃণমূলের আরও একাধিক নেতা এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন এবং বাম আমলে প্রশাসনের উপরে দখলের প্রসঙ্গ তুলে ধরেছেন। অনেকে বলেন, 'আজ যখন বামেদের সংগঠন কার্যত নেই বললেই চলে, তখন এমন ঔদ্ধত্য প্রশ্ন তোলে। অতীতে প্রশাসনের উপর দখল কেমন ছিল, এই ঘটনা তারই প্রতিফলন।'

অন্যদিকে, এসএফআই এবং বাম নেতৃত্ব পাল্টা শাসক দলের দুর্নীতির প্রসঙ্গ টেনে আক্রমণ করেন। বাম নেতা শতরূপ ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, 'যখন অনুব্রত মণ্ডলের মতো তৃণমূল নেতারা কেলেঙ্কারিতে জড়িত, তখন ছাত্রদের আন্দোলনকে দমন করতে পুলিশ এত সক্রিয় হয়ে উঠেছে। এটা জনমতকে দমন করার অপচেষ্টা।'

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, বর্ণনার বিরুদ্ধে সরকারি কর্তব্যে বাধা, পুলিশের উপর আক্রমণ এবং শৃঙ্খলাভঙ্গের মতো একাধিক ধারায় মামলা হয়েছে। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চলছে।

 

POST A COMMENT
Advertisement