Leonel Messi Kolkata: মেসির অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার পুলিশের, টিকিটের টাকা কি ফেরত?

শনিবার মেসি যুবভারতীতে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই নেতা-মন্ত্রী ও কর্তা-ব্যক্তিদের একাংশ তাঁকে ঘিরে ধরেন। ফলে গ্যালারি থেকে মেসি তো বটেই, লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি’পলকেও দেখা যায়নি। ক্ষুব্ধ দর্শকরা তখন ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান তুলতে শুরু করেন।

Advertisement
মেসির অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার পুলিশের, টিকিটের টাকা কি ফেরত?মেসির ইভেন্টের উদ্যোক্তা গ্রেফতার।-ফাইল ছবি
হাইলাইটস
  • লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলার পর বড় পদক্ষেপ নিল পুলিশ।
  • মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলার পর বড় পদক্ষেপ নিল পুলিশ। মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি ডিজি স্পষ্টভাবে বলেন, দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত।

শনিবার মেসি যুবভারতীতে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই নেতা-মন্ত্রী ও কর্তা-ব্যক্তিদের একাংশ তাঁকে ঘিরে ধরেন। ফলে গ্যালারি থেকে মেসি তো বটেই, লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি’পলকেও দেখা যায়নি। ক্ষুব্ধ দর্শকরা তখন ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান তুলতে শুরু করেন।

মেসি মাঠে ছিলেন মাত্র অল্প সময়ের জন্য। ১১টা ৫২ মিনিট নাগাদ তাঁকে স্টেডিয়াম থেকে বের করে নিয়ে যাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। চড়া দামে টিকিট কেটেও প্রিয় তারকাকে দেখতে না পাওয়ায় দর্শকদের ক্ষোভ বিস্ফোরিত হয়। মাঠের ধারে রাখা তাঁবুতে আগুন লাগানোর চেষ্টা, গোলপোস্টের জাল ছিঁড়ে ফেলা, সাজঘরের টানেলের ছাউনি ভাঙচুরের অভিযোগ ওঠে। ফেন্সিং ভেঙে দু’আড়াই হাজার মানুষ মাঠে ঢুকে পড়েন।

পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় র‌্যাফ। দফায় দফায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ চলে। যুবভারতীর বাইরে ও বাইপাস এলাকাতেও উত্তেজনা ছড়ায়। পুলিশ লাঠি নিয়ে জনতাকে তাড়া করে এলাকা ফাঁকা করার চেষ্টা করে। ‘চোর চোর’ স্লোগান ওঠে, মেসিকে সামনে রেখে দুর্নীতির অভিযোগও তোলে ক্ষুব্ধ জনতার একাংশ।

অনেক দর্শকই অভিযোগ করেন, “হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, কিন্তু মেসিকে এক ঝলকও দেখতে পেলাম না। আমরা কি নেতা-মন্ত্রীদের দেখতে এসেছিলাম?” তাঁদের একটাই দাবি, টিকিটের পুরো টাকা ফেরত দিতে হবে।

সব মিলিয়ে, মেসির অনুষ্ঠান ঘিরে যুবভারতী কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। স্টেডিয়ামের নিরাপত্তা, আয়োজন ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত দর্শকদের ন্যায়বিচার মিলবে কি না, সেদিকেই এখন নজর।

Advertisement

 

POST A COMMENT
Advertisement