Lionel Messi Kolkata: কলকাতায় GOAT মেসি, উচ্ছ্বাসে মাতোয়ারা শহর, আজ কখন কী শিডিউল? সব তথ্য রইল...

কলকাতায় পা রাখলেন ফুটবল বিশ্বের অন্যতম উজ্জ্বল নক্ষত্র লিওনেল মেসি। রাত আড়াইটে নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে নামেন। তবে মেসির আলোয় তখন এয়ারপোর্ট চত্তরে সন্ধে মাত্র। হাজার, হাজার সমর্থক জড়ো হয়েছিলেন সেখানে। বড়দের সঙ্গে সামিল হয়েছিল ছোটরাও। আর্জেন্টিনার মহাতারকা এয়ারপোর্ট থেকে বেরনো মাত্রই মেসি মেসি চিৎকারে ফেটে পড়ে চারিদিক। গম গম করতে থাকে এলাকা। ওড়ানো হয় আর্জেন্টিনা এবং ভারতের পতাকা। মেসি ফিভারে ভাসতে থাকতে শহরের আবহাওয়া।

Advertisement
কলকাতায় GOAT মেসি, উচ্ছ্বাসে মাতোয়ারা শহর, আজ কখন কী শিডিউল? সব তথ্য রইল...কলকাতায় মেসি
হাইলাইটস
  • কলকাতায় পা রাখলেন ফুটবল বিশ্বের অন্যতম উজ্জ্বল নক্ষত্র লিওনেল মেসি
  • রাত আড়াইটে নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে নামেন
  • মেসির আলোয় তখন এয়ারপোর্ট চত্তরে সন্ধে মাত্র

কলকাতায় পা রাখলেন ফুটবল বিশ্বের অন্যতম উজ্জ্বল নক্ষত্র লিওনেল মেসি। রাত আড়াইটে নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে নামেন। তবে মেসির আলোয় তখন এয়ারপোর্ট চত্তরে সন্ধে মাত্র। হাজার, হাজার সমর্থক জড়ো হয়েছিলেন সেখানে। বড়দের সঙ্গে সামিল হয়েছিল ছোটরাও। আর্জেন্টিনার মহাতারকা এয়ারপোর্ট থেকে বেরনো মাত্রই মেসি মেসি চিৎকারে ফেটে পড়ে চারিদিক। গম গম করতে থাকে এলাকা। ওড়ানো হয় আর্জেন্টিনা এবং ভারতের পতাকা। মেসি ফিভারে ভাসতে থাকতে শহরের আবহাওয়া।

প্রসঙ্গত, মেসির পাশাপাশি এ দিন শহরে পা রেখেছেন ইন্টার মায়ামির আরও দুই তারকা ফুটবলার। একজন হলেন লুইস সুয়ারেস। আর অন্যজন রদ্রিগো ডি পল। এই সব তারকা ফুটবলারের সঙ্গে শহরে এসেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। প্রাইভেট বিমানে চেপেই তিনি কলকাতায় আসেন। মেসিদের সঙ্গে আসেননি।

এয়ারপোর্ট থেকে সকলকেই কড়া নিরাপত্তা দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়। তারপর মেসি সোজা চলে যান হোটেলে। আর মেসির যাত্রাপথের চারিদিকেও ছিল ফ্যানেদের ঢল। রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন তারা। এমনকী মেসি যেই হোটেলে থাকবেন, সেখানেও জমে যায় ভিড়। উঠতে থাকে জয়ধ্বনী। আর সেই ছবি সকালেও একই। এখনও হোটেলের বাইরে ভিড় করে রয়েছেন সমর্থকরা।

এরপর মেসির কী শিডিউল?

শনিবারের কলকাতায় একের পর এক ইভেন্টে অংশ নেবেন লিওনেল মেসি। হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়েই শুরু হয়ে যাবে 'বিজি ডে'। তাঁর আজকের শিডিউল হল-

১. শনিবার সকাল ৯.৩০ মিনিট থেকে ১০.৩০ পর্যন্ত গ্র্যান্ড মিট পর্ব চলবে মেসির

২. এরপর সকাল ১০.৩০ থেকে ১১.১৫ পর্যন্ত নিজের মূর্তি ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি

৩. সকাল ১১.১৫ নাগাদ তিনি রওনা দেবেন যুবভারতীর দিকে

৪. সেখানে বেলা ১১.৩০ নাগাদ আসবেন শাহরুখ

৫. দুপুর ১২টায় সেখানে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও

৬. মাঠে উপস্থিত হবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও

৭. দুপুর ১২টা থেকে ১২.৩০ পর্যন্ত ফ্রেন্ডলি ম্যাচ হবে

Advertisement

৮. এই সময় সংবর্ধনা অনুষ্ঠানও হবে

৯. থাকবে আলাপচারিতা পর্ব

১০. তারপর দুপুর ২টোয় তিনি হায়দরাবাদ উড়ে যাবেন

এই হল কলকাতায় মেসির কর্মসূচি। আর সামান্য এই কয়েক ঘণ্টার সফরেই তিনি বাংলাবাসীর জন্য রেখে যাবেন হাজার স্মৃতি। তার গোট ট্যুর অব ইন্ডিয়া, ফ্যানেদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

POST A COMMENT
Advertisement