Local Train Cancelled: শিয়ালদা শাখায় ১০৮টি ট্রেন বাতিল, যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা

আগামী ১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ৩ ফেব্রুয়ারি ভোর ৪টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় (শিয়ালদা-বারুইপুর) মোট ১০৮টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এই সময়ে বালিগঞ্জ এবং কাঁকুড়গাছি জংশনে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের কাজ চলবে।

Advertisement
শিয়ালদা শাখায় ১০৮টি ট্রেন বাতিল, যাত্রীদের দুর্ভোগের আশঙ্কাফাইল চিত্র।
হাইলাইটস
  • আগামী ১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ৩ ফেব্রুয়ারি ভোর ৪টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় (শিয়ালদা-বারুইপুর) মোট ১০৮টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
  • এই সময়ে বালিগঞ্জ এবং কাঁকুড়গাছি জংশনে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের কাজ চলছে, যা ট্রেন চলাচলে এই নিয়ন্ত্রণের কারণ।

আগামী ১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ৩ ফেব্রুয়ারি ভোর ৪টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় (শিয়ালদা-বারুইপুর) মোট ১০৮টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এই সময়ে বালিগঞ্জ এবং কাঁকুড়গাছি জংশনে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের কাজ চলবে। যেকারণেই ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বাতিল ট্রেনের বিবরণ:
১ ফেব্রুয়ারি (শনিবার): ৯টি ট্রেন বাতিল থাকবে।
২ ফেব্রুয়ারি (রবিবার): ৪৯টি ট্রেন বাতিল থাকবে।
 

বিকল্প ব্যবস্থা:
লক্ষীকান্তপুরের ট্রেন পরিষেবা: স্বাভাবিক থাকবে।
চক্র রেলওয়ে পরিষেবা: স্বাভাবিক থাকবে।
শিয়ালদা-বারুইপুর সেকশনের ট্রেন: কিছু ট্রেন বাতিল থাকবে।
৩ ফেব্রুয়ারি থেকে সমস্ত ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে।

যাত্রীদের পরামর্শ:
যাত্রার আগে ট্রেনের সময়সূচী পরীক্ষা করে নিন।
বিকল্প রুট ব্যবহার করুন।
চক্র রেলওয়ে ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করুন।
যাত্রার সময় বাড়তি সময় নিয়ে পরিকল্পনা করুন।

এই সময়ে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবায় কিছু পরিবর্তন থাকায় যাত্রীদের ভোগান্তি হতে পারে। তবে, ৩ ফেব্রুয়ারি থেকে সমস্ত ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে।

TAGS:
POST A COMMENT
Advertisement