New Alipore: ঘুষ না দেওয়ায় নিউ আলিপুরে লরি ভাঙচুর-তাণ্ডব, অভিযুক্ত ৪ সাব-ইন্সপেক্টর সাসপেন্ড

কলকাতা পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল বিজেপি। দলীয় নেতাদের দাবি, দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকায় পুলিশ তোলা না পেয়ে ট্রাকচালকদের ওপর তাণ্ডব চালিয়েছে। ঘুষ না দেওয়ায় পুলিশ ট্রাক ভাঙচুর করেছে, টায়ারে পাংচার করেছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। প্রশ্ন উঠেছে, 'পুলিশ না গুন্ডা?'

Advertisement
ঘুষ না দেওয়ায় নিউ আলিপুরে লরি ভাঙচুর-তাণ্ডব, অভিযুক্ত ৪ সাব-ইন্সপেক্টর সাসপেন্ডঘুষ না দেওয়ায় নিউ আলিপুরে লরি ভাঙচুর-তাণ্ডবের অভিযোগ।-ফাইল ছবি
হাইলাইটস
  • কলকাতা পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল বিজেপি।
  • দলীয় নেতাদের দাবি, দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকায় পুলিশ তোলা না পেয়ে ট্রাকচালকদের ওপর তাণ্ডব চালিয়েছে।

কলকাতা পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল বিজেপি। দলীয় নেতাদের দাবি, দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকায় পুলিশ তোলা না পেয়ে ট্রাকচালকদের ওপর তাণ্ডব চালিয়েছে। ঘুষ না দেওয়ায় পুলিশ ট্রাক ভাঙচুর করেছে, টায়ারে পাংচার করেছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। প্রশ্ন উঠেছে, 'পুলিশ না গুন্ডা?'

বিজেপির তরফে দাবি করা হয়েছে, নিউ আলিপুর এলাকায় প্রায় ৩৮টি ট্রাকের টায়ার পাংচার করে দেয় রাজ্য পুলিশ। শুধুমাত্র ‘কাটমানি’ না দেওয়াতেই এই নির্লজ্জ আচরণ, অভিযোগ বিজেপির। তারা এই ঘটনাকে মানুষের জীবিকার উপর সরাসরি আঘাত বলে বর্ণনা করেছে এবং রাজ্য প্রশাসনের লজ্জিত হওয়া উচিত বলেও মন্তব্য করেছে।

তবে এই অভিযোগ নিয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে ভিন্ন সুর শোনা গিয়েছে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'এটি একটি ভুল বোঝাবুঝির ফল। খুব কম সংখ্যক লোক অভিযোগ করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যদি কারও অভিযোগ থাকে, আমরা তাদের সরকারিভাবে অভিযোগ জানাতে বলেছি। তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।'

ঘটনার গুরুত্ব বুঝে কলকাতা পুলিশের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। নিউ আলিপুর থানার চারজন সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশের এক এসআই জানিয়েছেন, অভিযোগ এবং ঘটনাস্থলে পাওয়া পরিস্থিতিগত প্রমাণের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্পূর্ণ তদন্ত রিপোর্ট হাতে এলে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

 

POST A COMMENT
Advertisement