দীপাবলির সময় গ্রহণ লেগেছিল সূর্যের। তার মধ্যে ১৫ দিনের ব্যবধানেই হতে চলেছে চন্দ্রগ্রহণ। তারিখটা ৮ নভেম্বর। এর চলতি বছরের ১৬ মে প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি। ওই দিনে চন্দ্রগ্রহণ হওয়ায় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মত জ্যোতিষীদের।
চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে-
ভারত, দক্ষিণ/পূর্ব ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক এবং ভারত মহাসাগর-সহ এশিয়ার একাধিক দ্বীপে দেখা যাবে চন্দ্রগ্রহণ। আর্জেন্টিনার পশ্চিমাংশ, চিলি, বলিভিয়া, ব্রাজিলের পশ্চিমাংশ, কাজাখাস্তান, আফগানিস্তান, রাশিয়া, উজবেকিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশে দেখা যাবে চাঁদের গ্রহণ। পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানিয়েছে,ভারতে চন্দ্রগ্রহণের প্রথম অংশ দেখা যাবে না।
চন্দ্রগ্রহণের সময়
চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ শুরু হবে ৮ নভেম্বর ভারতীয় সময় অনুযায়ী বিকাল ৫টা ৩২ মিনিটে। চলবে সন্ধ্যা ৭টা ২৭ মিনিট পর্যন্ত।
অশুভ সময়
চন্দ্রগ্রহণের শুরু হওয়ার ৯ ঘণ্টা আগে শুরু হয় অশুভ সময়। সেই হিসেবে অশুভ সময় শুরু হচ্ছে সকাল ৯ট ২১ মিনিটে। শেষ হবে পরের দিন ভোর ৬টা ১৮ মিনিটে।
দেশের বিভিন্ন শহরে চন্দ্রগ্রহণের সময়
পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের জানিয়েছে, দুপুর ১ টা ৩০ মিনিট ৪ সেকেন্ড থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে। শেষ হবে সন্ধ্যায়। ভারতের কোন কোন শহরে কখন থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে, চলুন জেনে নেওয়া যাক-
রাজ্যের কোথায় কখন দেখা যাবে-
কলকাতা: বিকেল ৪ টে ৫২ মিনিট (১ ঘণ্টা ২৭ মিনিট)
দার্জিলিং: বিকেল ৪ টে ৪৬ মিনিট (১ ঘণ্টা ৩৩ মিনিট)
শিলিগুড়ি: বিকেল ৪ টে ৪৬ মিনিট (১ ঘণ্টা ৩৩ মিনিট)
কোচবিহার: বিকেল ৪ টে ৪২ মিনিট (১ ঘণ্টা ৩৭ মিনিট)
মেদিনীপুর: বিকেল ৪ টে ৫৭ মিনিট (১ ঘণ্টা ২২ মিনিট)
মুর্শিদাবাদ: বিকেল ৪ টে ৪৯ মিনিট (১ ঘণ্টা ৩০ মিনিট)
দেশের বিভিন্ন অংশে কখন দেখা যাবে-
আগরতলা: বিকেল ৪ টে ৩৮ মিনিট (১ ঘণ্টা ৪১ মিনিট)
আইজল: বিকেল ৪ টে ৩২ মিনিট (১ ঘণ্টা ৪৭ মিনিট)
বেঙ্গালুরু: বিকেল ৫ টা ৫০ মিনিট (২৯ মিনিট)
ভুবনেশ্বর: বিকেল ৫ টা ৬ মিনিট (১ ঘণ্টা ১৩ মিনিট)
চেন্নাই: বিকেল ৫ টা ৩৯ মিনিট (৪০ মিনিট)
কটক: বিকেল ৫ টা ৫ মিনিট (১ ঘণ্টা ১৪ মিনিট)
দিল্লি: বিকেল ৫ টা ২৯ মিনিট (৫০ মিনিট)
ডিব্রুগড়: বিকেল ৪ টে ১৭ মিনিট (২ ঘণ্টা ২ মিনিট)
গ্যাংটক: বিকেল ৪ টে ৪৪ মিনিট (১ ঘণ্টা ৩৫ মিনিট)
গুয়াহাটি: বিকেল ৪ টে ৩৪ মিনিট (১ ঘণ্টা ৪৫ মিনিট
হায়দরাবাদ: বিকেল ৫ টা ৪০ মিনিট (৩৯ মিনিট)।
ইম্ফল: বিকেল ৪ টে ২৬ মিনিট (১ ঘণ্টা ৫৩ মিনিট)
কোহিমা: বিকেল ৪ টে ২৪ মিনিট (১ ঘণ্টা ৫৫ মিনিট)
লখনউ: বিকেল ৫ টা ১৬ মিনিট (১ ঘণ্টা ৩ মিনিট)
মুম্বই: সন্ধ্যা ৬ টা ১ মিনিট (১৮ মিনিট)
পাটনা: বিকেল ৫ টা ১ মিনিট (১ ঘণ্টা ১৮ মিনিট)।
পুণে: বিকেল ৫ টা ৫৮ মিনিট (২১ মিনিট)।
পুরী: বিকেল ৫ টা ৭ মিনিট (১ ঘণ্টা ১২ মিনিট)।
রাঁচি: বিকেল ৫ টা ৩ মিনিট (১ ঘণ্টা ১৬ মিনিট)।
শিলং: বিকেল ৪ টে ৩৩ মিনিট (১ ঘণ্টা ৪৬ মিনিট)
শিলচর: বিকেল ৪ টে ৩১ মিনিট (১ ঘণ্টা ৪৮ মিনিট)
বারাণসী: বিকেল ৫ টা ১০ মিনিট (১ ঘণ্টা ৯ মিনিট)
আরও পড়ুন- ২০২২-এ মিলিয়েছেন, ২০২৩ সালে ভারতে দুর্ভিক্ষ লিখে গিয়েছেন বাবা ভেঙ্গা