সাতসকালে মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা। উড়ালপুলের নিচে পড়ে যায় বাইক। যার জেরে ঘটনাস্থলেই মারা যান ২ জন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গতি নিয়ন্ত্রণ করতে না পেরে এই দুঘর্টনা। আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে ভর্তি করা হয় এসএসকেএম-এ। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
মা উড়ালপুরের পরমা আইল্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম দানিশ ও অনিশ। তাঁরা দুই ভাই। পুলিশ জানিয়েছে, এদিন সকালে বাইক নিয়ে বেরিয়েছিলেন দুইজনে। তাঁদের বাড়ি বউবাজারে। বাইকটি গার্ডওয়ালে ধাক্কা মারে। দুজনের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল না। ফলে নিচে পড়ার সঙ্গে সঙ্গেই তাঁরা মারা যান।
দুইজন মা উড়ালপুল থেকে নিচে পড়ার সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, এর আগেও মা উড়ালপুলের উপর একাধিক দুর্ঘটনা ঘটেছে। বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ। তারপরও দুর্ঘটনা ঘটেছে।