scorecardresearch
 

'অনেক হরিণই ধরা পড়েছে', হিরণ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের, 'নিলে ঝামেলা চুকবে', বললেন দিলীপ

কদিন ধরেই জল্পনা চলছিল। আজ, সোমবার তা আরও জোরালো হল কামারহাটির বিধায়ক মদন মিত্রের বক্তব্যে। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছিল। সে বিষয়েই মদন বললেন, 'অনেক হরিণই ধরা পড়েছে।' একই প্রসঙ্গে দিলীপ ঘোষের কথা, 'তৃণমূল নিলে নিয়ে নিক না, ঝামেলা চুকে যায়!'

Advertisement
হাইলাইটস
  • কদিন ধরেই জল্পনা চলছিল। আজ, সোমবার তা আরও জোরালো হল কামারহাটির বিধায়ক মদন মিত্রের বক্তব্যে।
  • বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছিল। সে বিষয়েই মদন বললেন, 'অনেক হরিণই ধরা পড়েছে।'

কদিন ধরেই জল্পনা চলছিল। আজ, সোমবার তা আরও জোরালো হল কামারহাটির বিধায়ক মদন মিত্রের বক্তব্যে। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছিল। সে বিষয়েই মদন বললেন, 'অনেক হরিণই ধরা পড়েছে।' একই প্রসঙ্গে দিলীপ ঘোষের কথা, 'তৃণমূল নিলে নিয়ে নিক না, ঝামেলা চুকে যায়!'

জানা গেছে, গত ১০ জানুয়ারি খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের অফিসে যান। কয়েকদিন আগে অভিষেকের দফতরে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে হিরণের একটি ছবি ভাইরাল হয়। এর পরেই বিজেপি-র তারকা বিধায়কের দলবদল নিয়ে জল্পনা চরমে পৌঁছয়।

বিষয়টিতে মদন মিত্র বলেন, 'কে জয়েন করবে, কে করবে না দলের নেতৃত্ব ঠিক করবে। সবাইকেই স্বাগত। শত্রুঘ্ন সিনহা, বনগাঁর বিশ্বজিৎ দাসরা (বাগদার বিধায়ক) আসতে পারলে অন্যরাও পারে। আপনারা শুধু হিরণের কথা বলছেন, কিন্তু অভিষেকের কাছে যে মোড়া খামটা রয়েছে তাতে অনেক হরিণই ধরা পড়েছে! খামটা খুললে প্যান্ডোরার বাক্স খুলে যাবে। অভিষেককে ধন্যবাদ, নামগুলো বলছে না। কারণ তাহলে বাংলায় বিজেপি-র পতাকা তোলার লোক থাকবে না।'

আরও পড়ুন-Hiran Chatterjee: হিরণও ছিলেন মিটিংয়ে? অভিষেকের অফিসে ২ BJP বিধায়ককে ঘিরে জল্পনা

এসবের মধ্যে দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন দিলীপ ঘোষও। হিরণ প্রসঙ্গে দিলীপের কথা, 'তৃণমূল নিলে নিয়ে নিক, ঝামেলা চুকে যায়।' এর আগেও তৃণমূল থেকে দলে আসা নেতাদের নিয়ে অসন্তোষ গোপন করেননি দিলীপ। এখন দেখান জল্পনা সত্যি করে হিরণ তৃণমূলে যোগ দেন কি না।

হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলে যোগদান করতে চলেছেন বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। অতিসম্প্রতি তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়েছিলেন বলে খবর। যদিও তৃণমূল বা হিরণের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি। এর মধ্যেই একটি ছবি ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, পিংলার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতির পাশে বসে মোবাইল ঘাঁটছেন হিরণ।

Advertisement

হিরণ কি তৃণমূলে যোগ দিচ্ছেন? তা ভাঙতে চাননি অজিত মাইতি। সংবাদ মাধ্যমে তিনি বলেন,'এ নিয়ে আমার কিছু বলার নেই। অপেক্ষা করুন। সব জানতে পারবেন। বিজেপির উপর মানুষ অসন্তুষ্ট। অনেক নেতাই আসবেন।' হিরণ ও অভিষেক বৈঠক প্রসঙ্গ কোনও মন্তব্য করতে চাননি জেলা বিজেপির সভাপতি তাপস মিশ্র। তাঁর কথায়,'যাঁর ছবি তিনিই সত্যতা সম্পর্কে বলতে পারবেন।'

আরও পড়ুন-Hiran: ঘাসফুলে 'ঘরওয়াপসি' হিরণের? তৃণমূলের দুয়ারে BJP বিধায়কের ভাইরাল ছবি

 

Advertisement