
আগামী ২০ জুলাই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানাল মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ৯টা আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা হবে। ১০টা থেকেই ওয়েবসাইট মারফত রেজাল্ট পাবেন ছাত্র-ছাত্রীরা। জন্মের তারিখ কিংবা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিম্নলিখিত ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা।
www.wbbse.wb.gov.in
http://wbresults.nic.in
www.exametc.com
www.results.shiksha
www.indiaresult.com
চলতি বছরে কোভিড পরিস্থিতির জেরে মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার নয়া মূল্যায়ন হয়েছে, নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং দশম শ্রেণির ইন্টারনাল পরীক্ষার (যে পরীক্ষা মাধ্যমিকের আগে স্কুলগুলিতে হয়ে গিয়েছে) প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে। ৫০-৫০ হারে এই দুটো পরীক্ষার রেজাল্ট বিচার করেই ২০২১ সালের মাধ্যমিকে ফল প্রকাশ করা হবে।
২২শে জুলাই প্রকাশিত হবেউচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এই পরীক্ষার মূল্যায়ন হয়েছে, ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষার সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৪ টি বিষয়ের ভিত্তি করে ৪০ শতাংশ নম্বর এবং ২০২০ সালে বার্ষিক পরীক্ষায় (একাদশ শ্রেণি) থিওরির উপর ভিত্তি করে বাকি ৬০ শতাংশ নম্বর। সেই সঙ্গে যুক্ত হবে দ্বাদশের প্রোজেক্টের নম্বর।
সেই সঙ্গে পর্ষদ জানিয়েছে, উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় মূল্যায়ন পদ্ধতিতে কারোর অসন্তোষ থাকলে, ভবিষ্যতে লিখিত পরীক্ষার সুযোগ দেওয়া হবে। সেই লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরই সর্বোচ্চ বলে ঘোষণা করা হবে। আগের নম্বর বাতিল করা হবে। জুলাই মাসে পরীক্ষার ফল ঘোষণা হবে।