Kolkata Traffic Update: মমতা-অভিষেক-বাম-BJP সবাই পথে, কলকাতায় আজ কোন রাস্তা বন্ধ-কোনটি ওয়ানওয়ে? রইল ট্র্যাফিক আপডেট

সোমবার রাজ্যে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার দুদিনের সফরকে ঘিরে কলকাতার রাস্তায় সোম ও মঙ্গলবার যান নিয়ন্ত্রণ করা হয়েছিল। এদিকে বুধবার শহরে হাইভোল্টেজ একাধিক রাজনৈতিক কর্মসূচি। এর জেরে শহর যানজটে থমকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
 মমতা-অভিষেক-বাম-BJP সবাই পথে, কলকাতায় আজ কোন রাস্তা বন্ধ-কোনটি ওয়ানওয়ে? কলকাতা দুপুরের পরেই স্তব্ধ হতে পারে

সোমবার রাজ্যে এসেছিলেন  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার দুদিনের সফরকে ঘিরে কলকাতার রাস্তায় সোম ও মঙ্গলবার যান নিয়ন্ত্রণ করা হয়েছিল। এদিকে বুধবার শহরে হাইভোল্টেজ একাধিক রাজনৈতিক কর্মসূচি। এর জেরে শহর যানজটে থমকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার যেমন  কেন্দ্রের বঞ্চনার অভিযোগে রেড রোডে আম্বেদকরের মূর্তির নীচে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় তেমনি  অন্যদিকে শহিদ মিনারে অভিষেক বন্দোপাধ্যায়ের সভাও রয়েছে। অন্যদিকে  একাধিক ইস্যুতে আলাদা আলাদা মিছিল করবে বিজেপি ও বামেনা। পাশাপাশি ডিএ আন্দোলনকারীদেরও  প্রতিবাদের কর্মসূচি রয়েছে। সব মিলিয়ে শহরের বিভিন্ন প্রান্তে যানজটের সম্ভাবনা রয়েছে এদিন দুপুরের পর থেকেই । অনেক রাস্তাই বন্ধ থাকবে। ফলে অন্য পথ দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। 

ইতিমধ্যে কলকাতার বিভিন্ন অংশকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। কোন কোন পদ এদিন এড়িয়ে যাওয়াই ভাল চলুন দেখে নেওয়া যাক একনজরে।

  • রেড রোডে বুধবার বেলা বারোটা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন। তবে রেড রোডের যান চলাচল বন্ধ হবে না। গাড়ি ধীর গতিতে চলতে পারে। যদি গাড়ির সংখ্যা বেশি হয়, তাহলে ক্ষণিকের জন্য বন্ধ করে বিকল্প রাস্তা ব্যবহার করতে বলতে পারে ট্রাফিক পুলিশ। ধর্না কর্মসূচির কারণে বন্ধ করা হতে পারে ডোরিনা ক্রসিং, রেড রোড সংলগ্ন এলাকা। সে ক্ষেত্রে ওই সময়ের জন্য গাড়ির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হতে পারে লেনিন সরণী, রেড রোড, ডোরিনা ক্রসিং, এসপ্ল্যানেড, রানি রাসমণি অ্যাভিনিউয়ের মতো রাস্তাগুলিতে।
  • এদিকে শ্যামবাজার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে কর্মসূচি রয়েছে বিজেপির। তবে যান চলাচল বন্ধ হবে না। যদিও  দুপুরের দিকে রাস্তার একাংশ বন্ধ করে যানযট নিয়ন্ত্রণ করা হবে। যার ফলে গাড়ি ধীর গতিতে চলতে পারে। তবে পরিস্থিতি সামলাতে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে।
  • আজ বামেদের কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিরোধী মিছিল রয়েছে। বিকেলে রামলীলা ময়দান থেকে মিছিল শুরু করে মৌলালীর দিকে মল্লিক বাজারে এসে পার্কসার্কাসের সেভেন পয়েন্ট ক্রস করে লেডি ব্রেবন কলেজে শেষ হবে। ফলত দুপুরের পর  মৌলালী, মল্লিক বাজার ও পার্কসার্কাসে যানজট থাকবে।
  • কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষে অনুমতির পরই শহিদ মিনার ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার আয়োজন করা হয়েছে। ডিএ আন্দোলনকারীদের ধরনা মঞ্চের ঢিল ছোড়া দূরত্বে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শহিদ মিনার ময়দানে অভিষেকের জনসভার জন্য ময়দান, পার্ক স্ট্রিট সংলগ্ন রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে।
  • তবে দিনভর ঠাসা কর্মসূচি থাকলেও কোনও ট্রাফিকের রুট পরিবর্তন করেনি লালবাজার।  কোনও রাস্তা বন্ধও করা হচ্ছে না। আর পাঁচটা দিনের মতো স্বাভাবিক থাকবে শহরের প্রতিটি রুট। তবে যে যে সময় রাজনৈতিক কর্মসূচি রয়েছে, মিছিল রয়েছে, সে সময় যানজট দেখা গেলে গুলিকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে ট্রাফিক পুলিশের তরফে জানান হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে সচেষ্ট লালবাজার।
     

 
 

 

 

POST A COMMENT
Advertisement