Mamata Banerjee: 'ভাবছেন স্ক্যামের কাগজগুলো নেই? চুপি চুপি দেব', মমতার নিশানায় CPM

প্রায়ই বাম জমানার কথা তুলে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসক দলের নেতানেত্রীরা। তার পাল্টা সিপিএম নেতারা প্রশ্ন করেন,এমন কোনও প্রমাণ থাকলে তদন্তের নির্দেশ কেন দিচ্ছেন না মুখ্যমন্ত্রী? সোমবার বালীগঞ্জে পুজো উদ্বোধন করে তারই জবাব দিলেন মমতা।

Advertisement
'ভাবছেন স্ক্যামের কাগজগুলো নেই? চুপি চুপি দেব', মমতার নিশানায় CPMপুজো উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • মমতার নিশানায় সিপিএম।
  • বদলা নয় বলেই আমরা জেনেশুনে ওদের গায়ে হাত দিইনি, বললেন নেত্রী।

তাঁর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বামেরা। পুজো উদ্বোধনে গিয়ে বাম জমানার কথা তুলে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, প্রতিহিংসার রাজনীতিতে তিনি বিশ্বাসী নন। সে কারণে ফাইল থাকা সত্ত্বেও কোনও ব্যবস্থা নিন। তাঁরা কথায়, 'বদলা নয় বলেই আমরা জেনেশুনে ওদের গায়ে হাত দিইনি।'   

প্রায়ই বাম জমানার কথা তুলে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসক দলের নেতানেত্রীরা। তার পাল্টা সিপিএম নেতারা প্রশ্ন করেন,এমন কোনও প্রমাণ থাকলে তদন্তের নির্দেশ কেন দিচ্ছেন না মুখ্যমন্ত্রী? সোমবার বালীগঞ্জে পুজো উদ্বোধন করে তারই জবাব দিলেন মমতা। তিনি বলেন,'৩৪ বছরে আমাদের সরকার তো এমন কিছু করেনি,তাই তোমরা কিছু করতে পারোনি- আমি বলি ওটা মিথ্যা। কারণ আমরা স্লোগান দিয়েছিলাম, বদলা নয় বদল চাই। বদলা নয় বলেই জেনেশুনেও একটা গায়ে হাত দিইনি।'

মমতার বিস্ফোরক অভিযোগ,ফাইলের পর ফাইল উধাও। আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আলমারির পর আলমারি নেই। আর আমাদের দু-একটা পাচ্ছিস কী করে? তাও একটা জায়গায় কেন জানেন? তোদের লোকেরাই বসে আছে। আমি কারও চাকরি খাইনি। সেগুলো বসে টুকুস টুকুস করে। আমি চাই কাগজ খুঁজে বের করুক। কারণ আমাদের সরকার সবটাই ডিজিটাইজড করে দিয়েছে।'

এ দিনও ফের সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যকে নিশানা করেন মমতা। বলেন,'বিকাশবাবুকে বলুন আপনি কেস করবার আগে বার্থ সার্টিফিকেটটা যে দিয়েছিলেন, যেটা সবথেকে বড় স্ক্য়াম, সে কাগজগুলো কোথায়? ভাবছেন আমাদের কাছে নেই। আছে, আছে। চুপি চুপি দেব, লুকিয়ে লুকিয়ে দেব। যখন চ্যালেঞ্জ করতে শুরু করেছেন। সারদা কাদের আমলে এসেছে? আমি তো ২০১২ সালে গ্রেফতার করিয়েছি। সরকার ২০১১ সালে সরকার এসেছে। কাশ্মীরের বাতালিককে গ্রেফতার করিয়েছি। আজ বড় বড় কথা। চোরের মায়ের বড় গলা।'

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন,'নতুন কিছু পেলাম না। মিথ্যা কথা। ঠিক করেছেন, প্রতিদিন একবার-দুবার বস্তাপচা মিথ্যা কথা বলবেন। আমার সবিনয়ে নিবেদন, দয়া তুই-তোকারি বন্ধ করুন। চুপি চুপি তো অপার সংসারে টাকা জমেছে। লুকিয়ে লুকিয়ে কালীঘাটে ৩৫টা প্লট হয়েছে।বামেদের বিরুদ্ধে যা তথ্য আছে তা প্রকাশ করে দিন। কমিশন করেছিলেন তো। রিপোর্ট ৬ মাসের মধ্যে পেশ করার কথা। পেশ করতে পারেননি। সরকারের টাকা খরচ করে কমিশনের রিপোর্ট পেশ করার সাহস দেখালেন না কেন?'

Advertisement

আরও পড়ুন- আমেরিকা থেকে ফিরতেই পার্থর জামাই কল্যাণময়কে জিজ্ঞাসাবাদ ইডি-র

POST A COMMENT
Advertisement