রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবারও সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে করম পুজো, শবে বরাতে পূর্ণ দিবস ছুটির ঘোষণা করলেন তিনি। আজ নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তিনি এই ঘোষণা করেন। তিনি বলেন, 'রাজ্যে সব কমিউনিটির জন্যই ছুটি দেওয়া হয়। দুর্গাপুজোর ছুটি সব কমিউনিটির জন্য, সেরকম ইদের ছুটিও সব কমিউনিটির জন্য়। যদিও করম পুজো ও শবে বরাতে সেকশনাল ছুটি রয়েছে। তা নিয়ে অনেক কথা হয়। তাই আমরা এই দুই দিনে স্টেট হলিডে ঘোষণা করছি।'
মুখ্যমন্ত্রী এদিন জানান যে শিল্পবান্ধব পরিবেশের জন্য জন্য স্কচ পুরস্কার পেয়েছে বাংলা। তিনি বলেন, 'হ্যান্ডলুম ও টেক্সটাইলে ভালো কাজ করছে পশ্চিমবঙ্গ, রাজ্যের পাওয়া সমস্ত পুরস্কার আলিপুর জেলের সংগ্রহশালায় রাখা হবে।'
মুখ্যমন্ত্রী আজ আরও জানান যে রাজ্যের বাজেট বেড়েছে, খরচ বেড়েছে সেইসঙ্গে লাভও বেড়েছে। নতুন ব্রিজ, ফ্লাইওভার ইত্যাদিতে খরচ হয়েছে। তিনি বলেন, 'এত সোশ্যাল স্কিম করার পরেও বাংলার এই অর্থনৈতিক অবস্থা, তারপরও বাংলা একশো দিনের কাজে পরপর ৫ বার প্রথম হয়েছিল। ৭ হাজার কোটি টাকা এখনও দিল না কেন্দ্রীয় সরকার। ২৩-২৪-এর বাজেটে বাংলাকে এক পয়সাও দেয়নি। সব রাজ্য পেলে বাংলা কেন পাবে না? বাংলার বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন দেওয়া হবে না।'
তাঁর আরও অভিযোগ, 'জিএসটির ট্যাক্স নিয়ে যাচ্ছে কেন্দ্র। গ্রামীণ রাস্তা তৈরির টাকা দিল না। আমরা আমাদের টাকা থেকে করেছি। আরও ১১ হাজার রাস্তা রাজ্যের টাকা দিয়ে করছি। রাস্তাতেও আমরা এক নম্বরে ছিলাম। গ্রামীণ আবাস যোজনাতেও এক নম্বরে ছিলাম। তারপরও ওরা রাজনীতির দৃষ্টিভঙ্গি দিয়ে লোকের টাকা আটকে দিয়েছে। কেন্দ্রের বিরোধীতায় ৬ অগাস্ট রাজ্যের প্রত্যেকটি ব্লকে বেলা ১২টা থেকে ৪টে পর্যন্ত ধর্না হবে। কলকাতা ও শহরতলিতে মিটিং মিছিল হবে।'