scorecardresearch
 

'মাথা CAA, পেটি UCC, ল্যাজা NRC, UCC মানব না,' রেড রোডে ইদের নমাজে হুঁশিয়ারি মমতার

কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভেদ সৃষ্টির অভিযোগ তোলেন মমতা। কেন্দ্রের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, 'CAA, NRC-র পর আবার ইউনিফর্ম সিভিল কোড আনছে। আমরা ইউনিফর্ম সিভিল কোড মানব না, গায়ের জোরে মানব না।'

Advertisement
রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • 'আমরা ইউনিফর্ম সিভিল কোড মানব না... গায়ের জোরে মানব না,' বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বৃহস্পতিবার ইদের অনুষ্ঠানে যোগ দিতে রেড রোডের মঞ্চে যান তিনি। সেখান থেকে সম্প্রীতির বার্তা দেন।
  • পাশাপাশি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভেদ সৃষ্টির অভিযোগ তোলেন মমতা। কেন্দ্রের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, 'CAA, NRC-র পর আবার ইউনিফর্ম সিভিল কোড আনছে। আমরা ইউনিফর্ম সিভিল কোড মানব না, গায়ের জোরে মানব না।'

'আমরা ইউনিফর্ম সিভিল কোড মানব না... গায়ের জোরে মানব না,' বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ইদের নমাজের অনুষ্ঠানে যোগ দিতে রেড রোডের মঞ্চে যান তিনি। সেখান থেকে সম্প্রীতির বার্তা দেন। এর পাশাপাশি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভেদ সৃষ্টির অভিযোগ তোলেন মমতা। কেন্দ্রের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, 'আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে, NRC হবে কিনা, CAA হবে কিনা।  আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে। আমরা মানব না... গায়ের জোরে মানব না। '

এদিন নাগরিকত্ব ইস্যুতে একাধিকবার বিজেপিকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, 'আবার বলছে, নাগরিক কীভাবে? তাহলে আপনি আগে বলুন, আপনি কীভাবে নাগরিক? আমরা যদি নাগরিক না হই, তাহলে আপনি নাগরিক হলেন কীভাবে? জনগণ আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে, মুখ্যমন্ত্রী বানিয়েছে, জেলা পরিষদ বানিয়েছে, গ্রামসভা বানিয়েছে, পঞ্চায়েত বানিয়েছে, মিউনিসিপ্যালিটি বানিয়েছে। আর আপনি এখন প্রশ্ন করছেন ওঁরা নাগরিক কিনা?'

এরপর ফের সিএএ-এনআরসি নিয়ে মমতা বলেন, 'আমার ইচ্ছা সর্বধর্ম সমন্বয়, আমার ইচ্ছা আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন, নো NRC, নো CAA, নো ইউনিফর্ম সিভিল কোড। 

আরও পড়ুন

মুখ্যমন্ত্রী বলেন, 'মনে রাখবেন, আপনাদের পরিবারের যারা বাইরে কাজ করেন, তাঁদের বলবেন ভোটটা যেন এসে দিয়ে যায়। তা নাহলে নামটা কেটে দেবে। পরে বলবে, মাছের মাথাটা দেখছেন তো? ওটা হচ্ছে ক্যা (CAA), আর ল্যাজাটা হচ্ছে NRC, আর মধ্যিখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এটা যদি না চান, বরাবরই আপনাদের আশীর্বাদে, দোয়ায় আমরা কিন্তু এখানে আছি।'

এদিন মুখ্যমন্ত্রীর মুখে ফের উঠে আসে জোট সমীকরণ। তিনি বলেন, 'যদিও এখানে এটা বলা উচিত নয়, ফাইট আমাদের সঙ্গে বিজেপির। দিল্লিতে ইন্ডিয়া জোটে আমরা আছি। কিন্তু বাংলায় আমাদের লড়াই বিজেপির সঙ্গে, একটা ভোটও যেন অন্য দিকে না যায়।'

Advertisement

Advertisement