Mamata Banerjee: 'হাসপাতালের ওটির বাইরে লাগাতেই হবে CCTV', রণংদেহি মমতা

মেদিনীপুরে স্যালাইন-কাণ্ডে প্রসূতি মৃত্যুর পর চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মনে করিয়ে দেন, সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার দায়িত্ব নার্স ও ডাক্তারদের।

Advertisement
'হাসপাতালের ওটির বাইরে লাগাতেই হবে CCTV', রণংদেহি মমতা মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • মেদিনীপুরে স্যালাইন-কাণ্ডে প্রসূতি মৃত্যুর পর চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
  • সেই সঙ্গে মনে করিয়ে দেন, সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার দায়িত্ব নার্স ও ডাক্তারদের।

সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার পর্যন্ত লাগাতে হবে নজরদারি ক্যামেরা। এক্ষেত্রে কারও আপত্তি মানা হবে না। বৃহস্পতিবার স্বাস্থ্য সচিবকে নির্দেশ নারায়ণ স্বরূপ নিগমকে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মেদিনীপুরে স্যালাইন-কাণ্ডে প্রসূতি মৃত্যুর পর চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মনে করিয়ে দেন, সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার দায়িত্ব নার্স ও ডাক্তারদের। তিনি বলেন,'আমাকে সিজার করতে বললে পারব না। আমি ডাক্তারি পড়িনি। আমি বিশেষজ্ঞ নই। মুখ্যসচিবও পারবেন না। স্বাস্থ্যসচিবও প্রশাসন দেখেন। একটা মানুষ বিপদে পড়লে ডাক্তারদের কাছে যায়'। তিনি যোগ করেন,'এত নার্সিং স্টাফ, এত নতুন নতুন ভবন, এত মেডিক্যাল কলেজ বাড়ানো হয়েছে। তাঁদের উপর অন্যায় হলে দেখার দায়িত্ব আমাদের। তেমনই রোগী যাতে পরিষেবা পায় সেটা দেখার দায়িত্বও আমাদের সকলের'।      

অনেক জায়গায় অপারেশন থিয়েটারের আগে সিসিটিভি লাগাতে দেওয়া হয় না বলে দাবি করেন মমতা। রীতিমতো ঝাঝঁলো কণ্ঠে তিনি বলেন,'কেন হয় না? এখন তো ডাক্তাররা যে চিকিৎসা করেন, তাঁরা টিভিতে দেখে নেন। রেকর্ডিংও করা থাকে। অপারেশন থিয়েটারের গেট পর্যন্ত কেন বসবে না সিসিটিভি? ভিতরেও থাকা উচিত বলে আমি মনে করি। যদি কোনও অবহেলার ঘটনা ঘটে, তাহলে সেটা ফৌজদারি অপরাধ। কেস টু কেস যাচাই করা যেতে পারে। কিন্তু সিস্টেম থাকা উচিত। রোগী অনেক সময় চায় না, বাইরে দেখানো হোক। আমরা দেখাব না। গেট পর্যন্ত কে যাচ্ছে, কে আসছে, কখন বেরোচ্ছে, কারা ওটি-তে যাচ্ছে, কতক্ষণ থাকছে,  সেগুলি দেখার অধিকার নেই'? 

কোনও আপত্তি মানা হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন মমতা। স্বাস্থ্য সচিবকে তাঁর নির্দেশ,'সব জায়গায় ওটি পর্যন্ত সিসিটিভি এখনই লাগাতে হবে। যদি কেউ না বলে তাঁকে হাতজোড় করে বলুন, প্লিজ আপনি ছুটি নিন। অন্য জায়গায় জয়েন করুন। আপনার ভুলের জন্য একটা জীবন হারাতে পারি না। 

Advertisement

POST A COMMENT
Advertisement