21 July Shahid Dibas: এবছর কেন বৃষ্টি হল না একুশে জুলাই? ব্যাখ্যা দিলেন মমতা

কাকভেজা হয়ে একুশে জুলাইয়ের মঞ্চে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার ভাষণ দিতে শোনা গিয়েছে। তবে এবছর পূর্বাভাস থাকলেও বৃষ্টি হয়নি সোমবার, ২১ জুলাই। কিন্তু কেন একুশে জুলাই বৃষ্টি হল না, তারও ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
এবছর কেন বৃষ্টি হল না একুশে জুলাই? ব্যাখ্যা দিলেন মমতামমতা বন্দ্যোপাধ্যায় শহিদ মঞ্চে
হাইলাইটস
  • ২০২৫-এর ২১ জুলাই বৃষ্টি হল না
  • প্রতিবছরই কমবেশি বৃষ্টি হয় ২১ জুলাই
  • এবছর কেন হল না তার ব্যাখ্যা মমতার

তৃণমূলের ২১ জুলাইয়ের সঙ্গে বৃষ্টি যেন সমার্থক হয়ে গিয়েছিল। প্রতিবছর তৃণমূলের শহিদ দিবসে ভারী বৃষ্টি হয় কলকাতায়। অধিকাংশ সময়েই বৃষ্টিতে কাকভেজা হয়েই মঞ্চে বক্তব্য রাখতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবছরও সোমবার বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। তবে সভা চলাকালীন একফোঁটাও বৃষ্টিপাত হয়নি। সেটিরও ব্যাখ্যা দেন দলনেত্রী। 

জানেন এবছর কেন ২১ জুলাই বৃষ্টি হল না? নিজেই প্রশ্ন ছুড়ে দিয়ে, নিজেই উত্তর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এই ক'দিন ধরে কত দুর্যোগ হল। এবার নতুন খেলা শুরু হয়েছে। সূর্যদেব বলছে, চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে আগুন বেরোবে।' এরপরই মমতার সংযোজন, 'যাঁরা কুৎসা করছে, অপ্রচার করছে, চক্রান্ত করছে, তৃণমূল কংগ্রেস সেই আগুন দিয়েই তাদের জবাব দেবে।'

এদিন সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও, কাঙ্খিত সেই বৃষ্টির দেখা মেলেনি। বরং সময় গড়াতেই রোদের তেজে ঘাম ঝরেছে সমাবেশস্থলে হাজির তৃণমূল কর্মী-সমর্থকদের। তবে সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও, কাঙ্খিত সেই বৃষ্টির দেখা মেলেনি। বরং সময় গড়াতেই রোদের তেজে ঘাম ঝরেছে সমাবেশস্থলে হাজির তৃণমূল কর্মী-সমর্থকদের।

উল্লেখ্য, ২১-এর সভা থেকে ২৬-এর ন্যারেটিভ সেট করে দিয়েছেন দলনেত্রী। 'ভাষা আন্দোলন'-এর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর দাবি, বাংলা ভাষাকে বাঁচাতে ফের আন্দোলনে নামবেন তিনি। দলীয় নেতা-কর্মীদের রাজ্যজুড়ে মিটিং-মিছিল করার আহ্বানও জানান। ২০২৬ সালের নির্বাচনে BJP-র বিরুদ্ধে এটাই যে তাঁর প্রধান ইস্যু তাও স্পষ্ট করে দেন মমতা। প্রয়োজনে দিল্লিতে গিয়ে আন্দোলন করবেন, সেই হুঁশিয়ারিও দেন। 

 

POST A COMMENT
Advertisement