Durga Puja Grants : এবার দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোকে ১ লাখ করে দেবে রাজ্য? এল বড় আপডেট

দুর্গাপুজো কমিটিগুলোর জন্য সুখবর। সব কিছু ঠিক থাকলে এবছর থেকে পুজো কমিটিগুলো পাবে ১ লাখ টাকা। বৃহস্পতিবারই দুর্গাপুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement
এবার দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোকে ১ লাখ করে দেবে রাজ্য? এল বড় আপডেট   Mamata Banerjee
হাইলাইটস
  • দুর্গাপুজো কমিটিগুলোর জন্য সুখবর
  • সব কিছু ঠিক থাকলে এবছর থেকে পুজো কমিটিগুলো পাবে ১ লাখ টাকা

দুর্গাপুজো কমিটিগুলোর জন্য সুখবর। সব কিছু ঠিক থাকলে এবছর থেকে পুজো কমিটিগুলো পাবে ১ লাখ টাকা। বৃহস্পতিবারই দুর্গাপুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই বৈঠকের শেষেই আর্থিক অনুদানের কথা ঘোষণা করতে পারেন তিনি। 

২০২৪ সালে আর্থিক অনুদান ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৫ সালে অনুদানের পরিমাণ ১ লাখ টাকা হতে পারে। মনে করা হচ্ছে, তাতে শিলমোহর দিতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। 

গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজা কমিটিগুলোর জন্য সরকারি অনুদান বাড়িয়ে দেন। ২০২৩ সালে ৭০,০০০ টাকা পেত কমিটিগুলো। তবে ২০২৪-এ তা বাড়িয়ে করা হয় ৮৫,০০০ টাকা। এবছর আরও ১৫ হাজার টাকা বাড়তে পারে। 

বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে পুজো কমিটিগুলোকে খুশি করতে এক লক্ষ টাকা অনুদান ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অনুদান বৃদ্ধির পাশাপাশি পুজো কমিটিগুলোর জন্য কর ছাড়ের ঘোষণাও করা হতে পারে সরকারের তরফে। 

রাজ্যের ভোট যত এগিয়ে আসছে ততই সভা সমিতির সংখ্যা বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগেই তিনি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মৌলানাদের নিয়ে সভা করেন। গত কয়েকদিন ধরে বাংলা ভাষা ও বাঙালি ইস্যুকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবার অনুদানের ঘোষণা করতে পারেন তিনি। 

পশ্চিমবঙ্গে ৪৩ হাজারেরও বেশি দুর্গাপুজা কমিটি রয়েছে। তাদের অনুদানের কারণে রাজ্য়ের খরচ হয়েছে প্রায় ৩৪০ কোটি টাকারও বেশি।  এমন পরিস্থিতিতে অনুদানের পরিমান যদি বাড়ানো হয় তাহলে রাজ্যের উপর ব্যয়ের বোঝা আরও বেড়ে যাবে। 

যদিও এই অনুদানের মধ্যে রাজনীতি দেখে পশ্চিমবঙ্গের বিরোধী দল  বিজেপ। তাদের অভিযোগ,হিন্দু ভোটারদের মন জয় করতে পুজো নিয়েও রাজনীতি করছে সরকার।

POST A COMMENT
Advertisement