বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের উপর নির্যাতন, ইসকন সন্ন্যাসীদের গ্রেফতার সহ গোটা বিষয় নিয়ে বিধানসভায় বক্তব্য পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার বিষয়টি নিয়েও নিন্দায় সরব হলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'আমরা দেশকেই ভালবাসি, সব দেশের জাতীয় পতাকাকেই সম্মান করি। কোনও দেশের জাতীয় পতাকার অপমান করা অত্যন্ত নিন্দনীয়।' একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের রক্ষার্থে কেন্দ্রীয় সরকারকে একটি পরামর্শও দিলেন তিনি।
রাষ্ট্রসঙ্ঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর পরামর্শ মমতার
আজ অর্থাত্ সোমবার বিধানসভায় বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রকে বড় পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বাংলাদেশে দরকার হলে শান্তিরক্ষা বাহিনী পাঠাক রাষ্ট্রসঙ্ঘ। মমতার কথায়, 'আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রসঙ্ঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আর্জি জানাক। বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দিন প্রধানমন্ত্রী। যদি তাঁর কোনও অসুবিধা থাকে, তবে বিদেশমন্ত্রী বিবৃতি দিন।'
'সরকার গাইডলাইন দিলে আমরা বন্ধ করতে পারি'
বাংলাদেশ ইস্যুতে রাজ্য সরকারের অবস্থান কেন্দ্রের অবস্থানের সঙ্গেই সহমত, তাও এদিন ফের স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। বলেন, 'সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটছে, আমি এই ব্যাপারে নাক গলাতে চাই না। এটা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না। এটা কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারে পড়ে। গত ১০ দিন ধরে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার একেবারে চুপ করে আছে। আর তাদের দল রোজ মিটিং-মিছিল করছে। বলছে বর্ডার আটকে দেব। কিন্তু এগুলো আমাদের এক্তিয়ারে পড়ে না। সরকার গাইডলাইন দিলে আমরা বন্ধ করতে পারি।'
'আমাদের পরিবার, সম্পত্তি এবং প্রিয় মানুষেরা বাংলাদেশে আছেন'
বাংলাদেশে ভারতীয়দের আক্রান্ত হওয়ার বিষয়টিও এদিন বিধানসভায় উত্থাপন করেন মমতা। বলেন, 'যদি বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হন, তবে আমরা তা সহ্য করব না। আমরা তাঁদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি। আমাদের পরিবার, সম্পত্তি এবং প্রিয় মানুষেরা বাংলাদেশে আছেন। ভারত সরকার এই বিষয়ে যে অবস্থান নেবে, আমরা তা গ্রহণ করব। কিন্তু বিশ্বের যে কোনও প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই। আমরা এই বিষয়ে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানাচ্ছি।'