scorecardresearch
 

Mamata Banerjee Health Update: 'অল্পের জন্য বেঁচে গিয়েছি,' কপ্টার-বিভ্রাটের ভয়াবহতা জানালেন নিজেই, কেমন আছেন মমতা?

মঙ্গলবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রাকৃতিক দুর্যোগে পড়ে। সেবকে বায়ুসেনা ঘাঁটিতে জরুরি অবতরণ করে হেলিকপ্টার। এই ঘটনায় কোমরে এবং পায়ে মারাত্মক চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • কোমরে এবং পায়ে মারাত্মক চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী
  • মঙ্গলবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রাকৃতিক দুর্যোগে পড়ে

মঙ্গলবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রাকৃতিক দুর্যোগে পড়ে। সেবকে বায়ুসেনা ঘাঁটিতে জরুরি অবতরণ করে হেলিকপ্টার। এই ঘটনায় কোমরে এবং পায়ে মারাত্মক চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। আপাতত তিনি বাড়িতেই রয়েছেন। অনেকেরই প্রশ্ন এখন কেমন আছেন মুখ্যমন্ত্রী? উত্তর খোদ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ই। আজ তিনি একটি টুইট করেছেন। সেই টুইটে সেদিনের ঘটনা, চোট ও বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আমার সুস্থতার জন্য সকলের শুভ কামনা গভীরভাবে মন ছুঁয়ে গেছে। গত পরশুদিন অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি, যখন হেলিকপ্টার সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করেছিল। সর্বশক্তিমানের দয়া এবং মেডিকেল টিমের নিবেদিত প্রচেষ্টায়, আমি সুস্থ হয়ে উঠছি এবং বাড়িতে ফিজিওথেরাপি সেশন করছি।'

রাজ্যবাসীকে বকরিদ ও রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন,'বকরি-ইদ উদযাপনকারী প্রত্যেকের জন্য, এই শুভ উপলক্ষের আনন্দ, ভালবাসা এবং আশীর্বাদে আপনার ঘরগুলি পরিপূর্ণ হোক। আপনাকে এবং আপনার প্রিয়জনকে ইদ মোবারক! উল্টা রথ উপলক্ষে, ভগবান জগন্নাথের ঐশ্বরিক আশীর্বাদ সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক।'

 মঙ্গলবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রাকৃতিক দুর্যোগে পড়ে। সেবকে বায়ুসেনা ঘাঁটিতে জরুরি অবতরণ করে হেলিকপ্টার। এরপর তাঁকে দ্রুত কলকাতায় নিয়ে আসা হয়। এসএসকেএম-এ স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা জানতে পারেন, বাঁ পায়ের লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। চোট আছে কোমরেও। এছাড়া হাঁটুতেও জল জমার লক্ষণ পাওয়া গিয়েছে। যার জেরে তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। যদিও ভর্তি না হয়ে বাড়ি ফিরে যান তিনি।

আরও পড়ুন

Advertisement

বুধবার নবান্নের তরফে প্রকাশ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য বুলেটিন। সেখানে উল্লেখ করা হয়েছে, 'মাননীয় মুখ্যমন্ত্রীর বাঁ হাঁটুতে লিগামেন্ট ইনজুরি হয়েছে। বাঁদিকে হিপ জয়েন্টেও গতকাল লেগেছিল। তবে এদিন তাঁর পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে এখনও তাঁর যন্ত্রণা রয়েছে। চলতে ফিরতে গেলে আরও লাগছে। আজ সন্ধ্যায় একজন ফিজিওথেরাপিস্ট সহ চিকিৎসকদের একটি টিম তাঁর শরীরের পরীক্ষা করেছেন। তাঁকে এদিন দুঘণ্টা ধরে ফিজিওথেরাপি সেশন দেওয়া হয়েছে। ওষুধটা চালিয়ে যাওয়ার জন্য আমরা তাঁকে পরামর্শ দিয়েছি। কিছু সময়ের জন্য চলা হাঁটা একটু নিয়ন্ত্রণ করার জন্য বলা হয়েছে। ফিজিওথেরাপি সেশন আগের মতোই চলবে।'

 

Advertisement