তিনি সমালোচনা সহ্য করতে পারেন না বলে অভিযোগ করে বিরোধীরা। তাঁর সমালোচনা কেমন লাগে? সোমবার বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,'সমালোচনা থেকে আমি শিখি। কেউ সমালোচনার ঊর্ধ্বে নন।'
প্রতিদিনই রাজ্য সরকারকে নানা প্রসঙ্গে আক্রমণ শানাচ্ছেন বিরোধী নেতানেত্রী। বাদ যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা দুর্নীতি নিয়ে মমতা ও অভিষেককে নিশানা করছে বিরোধীরা। সদ্য তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হয়েছেন। কুন্তলকে একাধিক তৃণমূল নেতানেত্রীর সঙ্গে ছবিতে দেখা গিয়েছে। এমন প্রেক্ষাপটেই সমালোচনা নিজের মনের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,'আমি খুব ক্ষুদ্র মানুষ। কুৎসার আঙিনায়, অপপ্রচারের আলিঙ্গনে কোথাও কোথাও কারও কারও পছন্দ না-ও হতে পারে। হতেই পারে। আমি তো সমালোচনার ঊর্ধ্বে নই। কোথাও কোথাও সমালোচনা শুনলে খুশি হই। কারণ সমালোচনা থেকে শিখতে পারি। তার থেকে বড় জিনিস আর কী হতে পারে? যে তোমায় খারাপ বলে বলুক, তুমি বোলো না। এটাই আমাদের শিক্ষা।' সেই সঙ্গে তাঁর সংযোজন,'যতই পড়াশুনো করি শিক্ষার শেষ নাই। সবটাই নেগেটিভ ভাবব কেন! ঐক্যের কথা বলুন।'
তিনি বলেন,'যখন সরকারে ছিলাম না তখন থেকে পরিচয় সুধাংশুদার (গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে) সঙ্গে। তাঁরা বইমেলার জন্য একটু জায়গা চেয়ে বেড়াতেন। একটু জায়গা দাও, একটু জায়গা দাও। এ বার সেই স্থায়ী জায়গা পেল বইমেলা। কয়েকটা স্টল দেখে একটা জিনিসই মনে হল প্রথমে। এখানে করার ফলে আকর্ষণ যেমন বেড়েছে, জায়গাও বেড়েছে। অনেকটা জায়গা। এটা কিন্তু বড় কৃতিত্ব। যেখানে লক্ষ লক্ষ মানুষ আসেন, সেখানে জায়গা না থাকলে গুঁতোগুঁতি হয়ে যায়।'
কলকাতা বইমেলার বাণিজ্যের কথাও তুলে ধরেন মমতা। সেই সঙ্গে জানালেন ভিন রাজ্যের মানুষও আসেন মেলায়। মুখ্যমন্ত্রীর কথায়,অতিমারির সময়ে প্রায় ২৩ কোটি টাকার ব্যবসা হয়েছিল। ২৩ লক্ষ মানুষ এসেছিলেন। এ বার তো কথাই নেই। আগে অন্য রাজ্যের লোকেরা ভাবতেন,আমাদেরও তো মেলা হয়। এ বার তাঁরা অভিনন্দন জানাচ্ছেন। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকেও মানুষ আসছেন। আপনারা মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছেন।'
আরও পড়ুন- কোলেস্টেরল-সুগার নিয়ন্ত্রণ করে এই ফল, টিপস দিয়েছিলেন মমতা