রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও মজবুত করতে একসঙ্গে ১৫টি নতুন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এসএসকেএম হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে আধুনিক ‘উডবার্ন-টু অনন্য’ ভবনের উদ্বোধন করেন। দশতলা এই অত্যাধুনিক বিল্ডিংয়ের মাধ্যমে সরকারি চিকিৎসা পরিষেবা নতুন মাত্রায় নিয়ে যাওয়া হবে বলে জানান মমতা।
নবান্নের সঙ্গে নাম মিলিয়ে ‘অনন্য’ নাম দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিল্ডিংয়ে ৫০ বেডের ক্রিটিক্যাল কেয়ার ওয়ার্ড, লাক্সারি কেবিন, স্যুট থেকে আইসিসিইউ, সবই তুলনামূলকভাবে কম খরচে পাওয়া যাবে। সরকারি হাসপাতালেই এবার থেকে বড় প্রাইভেট হাসপাতালের মতোই চিকিৎসা সুবিধা পাওয়া যাবে বলে জানান মমতা। কেউ যদি একটু বিলাসবহুল ব্যবস্থা নিতে চান, সেক্ষেত্রে বড় প্রাইভেট হাসপাতালের মতো কেবিনও রয়েছে। কেবিনের ভাড়া ৫ হাজার, স্যুট ৮ হাজার।
এদিন মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। কলকাতা পুলিশ হাসপাতালের নতুন ক্রিটিক্যাল কেয়ার ব্লক (ব্যয় ২৫.৭১ কোটি), সাততলা ছাত্রাবাস (ব্যয় ২৪.৪৯ কোটি), স্বাস্থ্য ভবনের অ্যানেক্স–১ (১৬ কোটি) এসএসকেএম হাসপাতালের রেডিওলজি ডিপার্টমেন্টে অত্যাধুনিক ১২৮ স্লাইস সিটি স্ক্যান মেশিন ও অত্যাধুনিক রোবোটিক সার্জিক্যাল সিস্টেমেরও ব্যবস্থা হচ্ছে বলে জানালেন মমতা। বাংলার সরকারি চিকিৎসাক্ষেত্রে এই প্রথম রোবোটিক্স সার্জারি চালু হচ্ছে। এর পাশাপাশি পূর্বভারতের প্রথম ‘বোন ব্যাঙ্ক’ তৈরির কাজও শুরু হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
তালিকায় রয়েছে নিউরোসায়েন্স ইনস্টিটিউটের অপারেশন থিয়েটারের সংস্কারও। শুধু তাই নয়, টাটা ক্যান্সার মুম্বইয়ের সহযোগিতায় এসএসকেএম ও উত্তরবঙ্গে গড়ে উঠছে ক্যান্সার চিকিৎসার নতুন বিল্ডিং। এর পিছনে খরচ হবে প্রায় ১০০ কোটি টাকা।
মুখ্যমন্ত্রী বলেন, 'জনস্বাস্থ্যের উন্নয়নই আমাদের অগ্রাধিকার। সাধারণ মানুষ যাতে আধুনিক ও সুলভ চিকিৎসা পান, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ।'