Mamata Banerjee On 112 Feet Durga Idol: ১১২ ফুট দুর্গা প্রতিমার অনুমতি নয় কেন? মমতা যা বললেন

Durga Puja 2024: নদিয়ায় তৈরি হচ্ছিল ১১২ ফুটের দুর্গা প্রতিমা। কিন্তু অনুমতি দেয়নি প্রশাসন। হাইকোর্টের দ্বারস্থ হয় পুজো কমিটি। ওই মামলায় ২৪ ঘণ্টার মধ্যে জেলাশাসককে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Advertisement
১১২ ফুট দুর্গা প্রতিমার অনুমতি নয় কেন? মমতা যা বললেন১১২ ফুট দুর্গা নিয়ে মমতার ব্যাখ্যা
হাইলাইটস
  • নদিয়ায় তৈরি হচ্ছিল ১১২ ফুটের দুর্গা প্রতিমা।
  • কিন্তু অনুমতি দেয়নি প্রশাসন।
  • হাইকোর্টের দ্বারস্থ হয় পুজো কমিটি।

নদিয়ার রানাঘাটের একটি ক্লাবে ১১২ ফুটের দুর্গা প্রতিমা তৈরি নিয়ে চলছে টানাপোড়েন। ওই প্রতিমা তৈরির অনুমতি দেয়নি প্রশাসন। হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। বৃহস্পতিবার এ নিয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন,'আমার আপত্তি নেই। ১১২ কেন? ৪১২ করতে পারে। কিন্তু দেখতে হবে, পুজোর সময় মানুষ দেখতে গিয়ে যদি পদপৃষ্ট হয়ে মরে যায়'!

এ দিন মমতা বলেন,'যে ক্লাব করছে তার উপর দায়িত্ব থাকে। দায়িত্বশীল হয়ে সবাই পুজো করুন, আমার কোনও আপত্তি নেই। এমন কিছু করবেন না, যাতে মানুষ পদপৃষ্ট হয়। ক্লাবের ছেলেমেয়েরাই ভলান্টিয়ার হয়, তাঁরা তো দায়িত্ব নিয়ে করেন। এটা তাঁদের কাছে আমার অনুরোধ থাকবে'।

হাইকোর্টে মামলার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান,'কোর্টে গিয়ে রাজনীতির কচকচানি করেন সারাক্ষণ। বিচারের রায় যেন নিভৃতে না কাঁদে। এমন কিছু না হয় যাতে মানুষ বিপদে পড়ে। মানুষকে বাঁচিয়ে.. । আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। বন্যাও দেখতে হচ্ছে, সাপের কামড়ও দেখতে হচ্ছে। খেলাও দেখতে হচ্ছে, পুজোও দেখতে হচ্ছে'। 

দেশপ্রিয় পার্কে সবচেয়ে বড় দুর্গা দেখতে গিয়ে ভিড়ের চোটে পদপৃষ্ট হওয়ার মতো ঘটনা ঘটেছিল। সেই দুর্গা ছিল ৮০ ফুটের। এরপর অসমে ১০০ ফুটের দুর্গা প্রতিমা তৈরি হয়েছিল। দেশপ্রিয় পার্কের মতো যাতে বিশৃঙ্খলা না ঘটে সেজন্য নদিয়ার কামালপুরের ওই পুজো কমিটিকে অনুমোদন দেয়নি পুলিশ প্রশাসন। শুধু কাজ বন্ধের নোটিস দেওয়া হয়নি, বসানো হয়েছে পুলিশ পিকেট। এদিকে, উদ্যোক্তারাও অনড় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে চান। কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন উদ্যোক্তারা। 

POST A COMMENT
Advertisement