Mamata Banerjee on Jagdeep Dhankhar: ধনখড় কি অসুস্থ? পদত্যাগ ইস্যুতে মুখ খুললেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে সরাসরি মন্তব্য করেন নি। তবে নবান্নে সাংবাদিক বৈঠকে ধনখড়ের ইস্তফা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'হি ইজ হেলদি ম্যান, হিজ হেলথ ইজ অ্যাবসোলিউটলি ফাইন।' অর্থাৎ, তাঁর মতে ধনখড়ের স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে। তবে তিনি আর কিছু মন্তব্য করতে রাজি হননি।

Advertisement
ধনখড় কি অসুস্থ? পদত্যাগ ইস্যুতে মুখ খুললেন মমতাজগদীপ ধনখড়কে নিয়ে মমতার মন্তব্য।-ফাইল ছবি
হাইলাইটস
  • দিল্লির রাজনীতিতে সোমবার রাত থেকে নতুন চাঞ্চল্য।
  • উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় হঠাৎই পদত্যাগপত্র দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে।

দিল্লির রাজনীতিতে সোমবার রাত থেকে নতুন চাঞ্চল্য। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় হঠাৎই পদত্যাগপত্র দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। নিজের ইস্তফাপত্রে তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখালেও, রাজনৈতিক মহলের বড় অংশ সেই ব্যাখ্যা মানতে নারাজ।

সোমবার বিকেলেই ধনখড়কে রাজ্যসভার একাধিক সাংসদের সঙ্গে স্বাভাবিক আড্ডায় দেখা গিয়েছিল বলে জানিয়েছেন তাঁরা। মঙ্গলবারের অধিবেশন নিয়ে কথাবার্তাও হয়েছিল। এমনকি অধিবেশনের প্রস্তুতিতেও তিনি সক্রিয় ছিলেন বলে সূত্রের খবর। সেই তিনিই মাত্র কয়েক ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানালেন, অসুস্থতার কারণে আর এই পদে থাকা সম্ভব নয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে সরাসরি মন্তব্য করেন নি। তবে নবান্নে সাংবাদিক বৈঠকে ধনখড়ের ইস্তফা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'হি ইজ হেলদি ম্যান, হিজ হেলথ ইজ অ্যাবসোলিউটলি ফাইন।' অর্থাৎ, তাঁর মতে ধনখড়ের স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে। তবে তিনি আর কিছু মন্তব্য করতে রাজি হননি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে ধনখড়ের বিভিন্ন পদে কাজের প্রশংসা করে তাঁর সুস্বাস্থ্য কামনা করেছেন। কিন্তু হঠাৎ পদত্যাগের কারণ নিয়ে কোনও ব্যাখ্যা দেয়নি কেন্দ্র।

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গেও বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করে বলেছেন, 'কী কারণ, তা একমাত্র ধনখড় জানেন, অথবা সরকার জানে।'

এই পরিস্থিতিতে দিল্লির রাজনৈতিক অলিন্দে প্রশ্ন ঘুরছে, শুধু অসুস্থতার কারণেই কি ধনখড় পদ ছাড়লেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনও রাজনৈতিক সমীকরণ?


 

POST A COMMENT
Advertisement