Mamata Banerjee: ছুটি বাতিল, সতর্ক করা হয়েছে পুলিশ, জেলাশাসক ও বিডিওদের, জানালেন মমতা

বুধবার সীমান্ত সংলগ্ন রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে ছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিক বৈঠকে মমতা বলেন,'আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করব। এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্ত হয়েছে'। 

Advertisement
ছুটি বাতিল, সতর্ক করা হয়েছে পুলিশ, জেলাশাসক ও বিডিওদের, জানালেন মমতামমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • প্রশাসনিক কর্তাদের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে বলে জানান মমতা।
  • জিনিসপত্রের দাম যাতে না বাড়ে, তাও মনে করিয়ে দিয়েছেন মমতা।

'ভয় পাওয়ার কোনও কারণ নেই'। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'সব খবর যে বিশ্বাস করতে হবে, তার কোনও মানে নেই। এটা টিআরপি বাড়ানোর সময় নয়। আপনারা নিজে বলবেন না, এই জায়গাটা আক্রান্ত হতে পারে!'

প্রশাসনিক কর্তাদের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে বলে জানান মমতা। তাঁর কথায়,'বিপর্যয় মোকাবিলা ২৪ ঘণ্টার জন্য চালু রয়েছে এখানে। উত্তরবঙ্গেও করে দেব। পুলিশকে সতর্ক করা হয়েছে। সতর্ক করা হয়েছে ডিএম, এসপি-দের। সমস্ত ছুটি বাতিল করা হয়েছে'। 

মমতা আরও বলেন,'এদিকের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তবে আমরা অনেকগুলি দেশের সীমান্তে আছি। সবাইকে ভালো করে চলতে হবে। শান্তি রক্ষা করতে হবে। অনেক সময় সাইরেন বাজে মক ট্রায়ালে'।  

বুধবার সীমান্ত সংলগ্ন রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে ছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সাংবাদিক বৈঠকে মমতা বলেন,'আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করব। এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্ত হয়েছে'। 

সরকারি স্কুলগুলিতে ছুটি চলছে। তবে এখনও বেসরকারি স্কুলগুলি ছুটি দেয়নি। এ দিন ছুটি এগিয়ে দেওয়ার জন্য বেসরকারি স্কুলগুলিকে বার্তা দিয়েছেন মমতা। তাঁর কথায়, 'গরমের ছুটি পরে গিয়েছে সরকারি স্কুলে। লিখিত নির্দেশিকা পাঠাচ্ছি না বেসরকারি স্কুলগুলিকে। আমার আবেদন থাকবে, বেসরকারি স্কুলগুলি রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে ছুটি করে দিলে ভালো হয়'। 

সেই সঙ্গে এই পরিস্থিতিতে জিনিসপত্রের দাম যাতে না বাড়ে, তাও মনে করিয়ে দিয়েছেন মমতা। বলেন,'এই সুযোগে দাম বাড়াতে পারে কিছু ব্যবসায়ীরা। মানুষের উপরে যাতে তাঁদের উচ্চাশা চাপিয়ে দিতে না পারে, সেদিকে নজর দিতে হবে'।

POST A COMMENT
Advertisement