Mamata Banerjee On Flood: 'পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে', ঝাড়খণ্ড-কেন্দ্রকে তোপ মমতার

West Bengal Flood Situation: ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মমতা। তাঁর কথায়,'সাড়ে তিন লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে ডিভিসি। জল ছেড়ে ডুবিয়েছে'।

Advertisement
'পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে', ঝাড়খণ্ড-কেন্দ্রকে তোপ মমতার মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • 'এটা ম্যান মেড বন্যা'।
  • কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।

টানা বৃষ্টি আর ডিভিসির বাঁধের জল ছাড়ায় বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গের কিয়দংশে। বুধবার পরিস্থিতি দেখতে হুগলিতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরশুড়ায় তিনি দাবি করেন,এটা ম্যান মেড বন্যা। ডিভিসি জল ছাড়ায় গোটা এলাকা জলের তলায়। নিজেদের রাজ্যকে বাঁচাতে জল ছেড়ে দেওয়া হয়। তাঁর আক্ষেপ,'বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে!'

ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মমতা। তাঁর কথায়,'সাড়ে তিন লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে ডিভিসি। জল ছেড়ে ডুবিয়েছে। এটা ম্যান মেড ফ্ল্যাড। নিজেদের রাজ্যকে বাঁচানোর জন্য পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে'। তিনি যোগ করেন,'আমি নিজে ডিভিসির সঙ্গে কথা বলেছি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনবার কথা বলেছি। বারবার বলে ক্লান্ত হয়ে যাচ্ছি'। 
   
কেন্দ্রীয় সরকারকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন,'কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না। আরও ২ লক্ষ কিউসেক জল রাখতে পারে ডিভিসি। যখন তোমাদের ৭০-৮০ শতাংশ জল হলে কেন ছাড়ো না? নিজেদের রাজ্যকে বাঁচাও, আর সবটা বাংলার উপর ঠেলে দাও। বাংলা আর কত বঞ্চনা সহ্য করবে!'

প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতিতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জানান। তিনি বলেন,"হাওড়ায় যাচ্ছেন প্রধান সচিব এমএসএইচএমই, বীরভূমে যাচ্ছেন প্রধান সচিব হাউসিং, পশ্চিম মেদিনীপুরে যাচ্ছেন প্রধান সচিব পাবলিক হেলথ ইঞ্জিনীয়রিং, হুগলিতে যাচ্ছেন কৃষি, পূর্ব মেদিনীপুরে যাবেন প্রধান সচিব খাদ্য, ঝাড়গ্রামে যাচ্ছেন পরিবহন সচিব, বাঁকুড়ায় শ্রম সচিব, পুরুলিয়ায় শিল্প দফতরের অন্তর্গত সচিব পশ্চিম বর্ধমানে ব্য়াকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার বিভাগের সচিব ও পূর্ব বর্ধমানে যাচ্ছেন পঞ্চায়েত সচিব। রাজ্যের সকল বিশেষত, নিম্ন বঙ্গের অধিবাসীদের সতর্ক থাকার, প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, সিনিয়র অফিসারেরা সকলের সঙ্গে যোগাযোগ রাখছেন'।

POST A COMMENT
Advertisement